আসসালামু আলাইকুম,
আমরা অনেকেই বন্ধুদের কুত্তা, গাধা ইত্যাদি মজা করে বলে থাকি এবং এ বিষয়ক দুটি দলিল পাই যা নিম্নরুপঃ
১) কোন মানুষকে গাধা, গরু, ভেড়া, ছাগল, কুকুর, শুয়োর, পাঁঠা ইত্যাদি বলে ডাকা মারাত্মক অপরাধ। প্রথমতঃ এটি মিথ্যা কারণ সে তো মানুষই। দ্বিতীয়তঃ এতে অপরের কাছে ক্লেশ পৌঁছে থাকে।
(আযকার নববীঃ ৩১৯ পৃষ্ঠা)।
২) সাঈদ ইবনুল মুসায়্যেব রহঃ এবং ইবরাহী আন নাখয়ী রহঃ বলেনঃ
তুমি তোমার বন্ধুকে ‘এই গাধা!’, ’এই কুকুর!’ কিংবা ’এই শুয়োর!’ বলো না;
তাহলে সে কিয়ামতের দিন তোমাকে বলবে, ”আমাকে কি কুকুর, গাধা কিংবা শুকর হিসেবে সৃষ্টি করা হয়েছিল?
(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ-২৮২/২৮৩/৫)
এখানে লক্ষনীয় যে দলিল দুটিতে বলা হয় নাই যে কি উদ্দেশ্যে সম্বোধন করলে হারাম হবে।
আমার প্রশ্ন হচ্ছেঃ
উপরোক্ত দলিল দুটি কি শুধুই যখন কেউ কাউকে হেয় করার উদ্দেশ্যে এভাবে ডাকবে তখন প্রযোজ্য নাকি সর্বাবস্থায় প্রযোজ্য অর্থাৎ কোন মানুষকেই এভাব সম্বোধন করা উচিত নয় কখনই, কোন অবস্থায়ই?