১. আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো ঃ আমার বোনের স্বামী (টি. এম. এস. এস) এন্জিও শাখায় চাকরি করে। তার সম্পূর্ণ টাকা হালাল হবে নাকি হারাম হবে। যদি হারাম হয় তাহলে আমার বোনের বাসায় খাওয়া যাবে কি না। আমি গত কালকে খাইছি এখন কি করনীয়। আমাদের আrthik অবস্থা খারাপ ।
২.আমি মাস্টারবেশন করা ছেরে দিয়েছি আমার জন্য দোয়া করবেন। আমার সাথে একটা মেয়ের প্র্রেমের সম্পর্ক ছিল । এখন নাই। অনেক বছর থেকে । তার কথা আমার মনে পড়লে কিছূই ভালো লাগে না। মেয়েটাকে দেখলে আমি আর থাকতে পারি না।তাকে ভোলার একটি বিশেষ আমল দিবেন। যাতে তার প্রতি আমার কোন ফিলিংস আসে না।তাকে যেন ভুলে যেতে পারি।
৩.আমার চরিত্র হেফাজত করার জন্য বিবাহ আর চাকরি দরকার। আমি চাকরির প্রিপোরেশন নিছি । পড়া পড়তেছি। এখন আমাকে আমল শিখিয়ে দিন দ্রুত বিবাহ আর চাকরি হওয়ার জন্য। এবাবে চললে আমার চরিত্র হেফাজত হচ্ছে না।