আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমি এইচএসসি পরীক্ষা শেষ করে বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো এক মেয়েকে আমার অনেক আগে থেকেই পছন্দ বিধায় ভার্সিটিতে ভর্তি হওয়ার ঝামেলা শেষ করার পরে একদিন ইস্তেখারা করে মনে হল তার সাথে কথা বলি এই ব্যাপারে। কথা বলার পরবর্তীতে বিষয়টা সে তার পিতা-মাতার উপরে নাস্ত করে (যে, পিতা মাত যা বলবে সেটাই)
তো পরে আরেকদিন ইস্তেখারা করে, ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ওনার মা ফিরিয়ে দিল এই বলে যে এখন বিয়ের উপযুক্ত সময় না। আগে ক্যারিয়ার গোল সেট করুন স্টাবলিশ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর এই বিষয়ে চিন্তাভাবনা করতে। আরো বললেন যে, সমবয়সী কিংবা ব্যাচমেট (একই ক্লাসের মধ্যে) ছেলে-মেয়ের বিয়ে তাদের রুচিসম্মত না।
এখন এই জিনিসটা কিভাবে কি করা যায়? আমার কী করনীয়?
ইসলামী শরীয়ত কিংবা ইসলামী আইন শাস্ত্র এই ব্যাপারে কি বলে?
যদি মেহেরবানী করে আমাকে এই ব্যাপারে কিছু বলতেন?