আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (10 points)
edited by
আসসালামু আলাইকুম,
প্রশ্ন১.এক তালাকে বায়েনের পর নতুন করে বিয়ে করে ফিরিয়ে আনতে হয়। এখন এই নতুন করে বিয়ে ৩ মাসের মধ্যে করতে হবে??

প্রশ্ন২. এক তালাকে বায়েনের পর ৩ মাসের মধ্যে স্বামী  স্ত্রী বুঝতে পারেনি তালাক হয়েছে।। এখন ৩ মাস পর যেকোনো সময়ে বিয়ে করে স্ত্রীকে ফেরত নেয়া যাবে?? তা যদি ১-২ বছর পর ও হয় তাও বিয়ে করে ফিরিয়ে নেয়া যাবে??( ১ তালাকে বায়েন হওয়ার পর ৩ মাস হয়ে যাওয়ার পর ১-২ বছর পর নতুন করে বিয়ে করলে) তারপর সারাজীবন এর জন্য ২ টা তালাক অবশিষ্ট থাকবে??

প্রশ্ন ৩। ১ তালাকে বায়েনের পর ১ মাসের মাথায় যদি স্বামী স্ত্রী বুঝতেও পারে তালাকে বায়েন হয়েছে।।কিন্তু তাদের কোনো এক কারনে নতুন করে বিয়ে করার অপশান নেই ৩ মাসের মধ্যে।সেক্ষেত্রে ১-২ বছর পর বিয়ে করলে সেই বিয়ে গ্রহনযোগ্য??  তাতে স্ত্রী ফিরে আসবে??

Note : আমরা গোপনে বিয়ে করেছিলাম। আমাদের ঝগড়ায় ১ তালাকে বায়েন হয়েছে কিন্তু আমার স্বামী তা মানতে চাচ্ছেন না তাই ৩ মাসের মধ্যে নতুন করে বিয়ে করা সম্ভব না।।তবে পারিবারিক ভাবে ১ বছরের মধ্যে আমাদের বিয়ে হয়ে যেতে পারে।। যদি এভাবে ১ বছর পর বা ২ বছর পর বিয়ে হয় তাহলে আমি তার স্ত্রী রুপে ফিরে যাব??(তাতে সে এখন এর ১  বায়েনে তালাক না মানলেও)

1 Answer

0 votes
by (615,930 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَّ الۡمُحۡصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ۚ کِتٰبَ اللّٰہِ عَلَیۡکُمۡ ۚ وَ اُحِلَّ لَکُمۡ مَّا وَرَآءَ ذٰلِکُمۡ اَنۡ تَبۡتَغُوۡا بِاَمۡوَالِکُمۡ مُّحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ ؕ فَمَا اسۡتَمۡتَعۡتُمۡ بِہٖ مِنۡہُنَّ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ فَرِیۡضَۃً ؕ وَ لَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا تَرٰضَیۡتُمۡ بِہٖ مِنۡۢ بَعۡدِ الۡفَرِیۡضَۃِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۲۴﴾ 

আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা (অন্যের বিবাহিতা স্ত্রী) তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমর সম্ভোগ করেছ তাদের নির্ধারিত মাহর অর্পণ করবে। মাহর নির্ধারণের পর কোন বিষয়ে পস্পর রাযী হলে তাতে তোমাদের কোন দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
(সুরা নিসা ২৪)

فتاوی ہندیہ   :
"لا يجوز للرجل أن يتزوج زوجة غيره وكذلك المعتدة."
(کتاب النکاح ،القسم السادس المحرمات اللتی یتعلق بہا حق الغیر،ج:۱،ص:۲۸۰،دارالفکر)
সারমর্মঃ-
কোনো পুরুষের জন্য অন্যের বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা জায়েজ নেই,অনুরুপ ভাবে ইদ্দতপালন রত কোনো স্ত্রীকে বিবাহ করা জায়েজ নেই।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে ইদ্দত অতিবাহিত হয়ে যাওয়ার পর সেই মহিলার যদি অন্যত্রে বিবাহ বসে, তখন তাকে আর তালাক ব্যতীত ফিরিয়ে নিয়ে আসার কোনো উপায় নেই।

(০২)
এখন ৩ মাস পর (স্ত্রী যদি অন্যত্রে বিবাহ না বসে,সেক্ষেত্রে) যেকোনো সময়ে বিয়ে করে স্ত্রীকে ফেরত নেয়া যাবে।

তা যদি ১-২ বছর পর ও হয় তাও বিয়ে করে ফিরিয়ে নেয়া যাবে।

তারপর আর কোনো তালাক না দিলে সারাজীবন এর জন্য ২ টা তালাক অবশিষ্ট থাকবে।

(০৩)
সেক্ষেত্রে (স্ত্রী যদি অন্যত্রে বিবাহ না বসে,এমতাবস্থায়)  ১-২ বছর পর বিয়ে করলে সেই বিয়ে গ্রহনযোগ্য।  তাতে স্ত্রী ফিরে আসবে।

তবে এভাবে বিবাহ না পড়িয়ে,পরবর্তীতে বিবাহ পড়িয়ে নিবো,এমন নিয়তে কিছু দিনের জন্য ঘর সংসার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া মারাত্মক গুনাহ। 
এতে যেনার গুনাহ হবে।

তাই গোপনে হলেও যেকোনো ২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষীর সামনে ইজাব কবুল করে নেয়ার পরামর্শ থাকবে। 

বিবাহের পদ্ধতি সম্পর্কে জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...