আমার স্বামী একবার প্রচন্ড রাগের মাথায় কুফুরি কথা বলেছে। অর্থাৎ ইসলামকে ছোট করে কথা বলেছে। কিন্তু পরক্ষণেই অনুতপ্ত হয়ে তওবাহ করেছে এবং আমার কাছে তা স্বীকার করেছে। তা প্রায় ৭-৮ মাস আগের কথা।
এখন আমি জানতে পারি স্বামী স্ত্রীর যে কোনো একজন কাফের হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আমার প্রশ্ন হলো রাগের মাথায় কুফুরি কথা বলায় সে কি কাফের হয়ে গেছে? যদিও সে পরক্ষণেই তওবাহ করেছে এবং সে আলহামদুলিল্লাহ ধার্মিক মানুষ। এখন রাগের মাথায় কুফুরি কথা বলায় কি আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে? এটা নিয়ে এখন আমার খুবই ওয়াসওয়াসা কাজ করছে। বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকলে এখন করনীয় কি?