আসসালামু আলাইকুম ওয়া রহমাতু্ল্লহি ওয়া বারকাতুহ
হুজুর জামাতে এশার নামাজ পড়ার সময় শেষ রাকাতে রুকু ধেকে উঠতে দেড়ি করে ফেলেছিলাম । ইমামের রুকু ধেকে উঠার তাকবীর বলা পরে রুকু থেকে উঠি ।বেশিরভাগ সময় আমি এরকম করি - ইমামের তাকবীর বলার পরে আমি ওই রুকুনে যাই.। আমি এই নামাজে ইমামকে দাড়ানো অবস্থায় ঠিকভাবে পেয়েছি কিনা সন্দেহ হচ্ছে। আমি দাড়ানোর পরে ইমাম সিজদার তাকবীর বলেছে নাকি আমি দাড়াতে দাড়াতে ইমাম সিজদাহর তাকবীর বলে ফেলেছে এটা আমি একদমই মনে করতে পারতেছি না। এই নামাজ কি আমি কাজা আদায় করবো?