আসসালামু আলাইকুম।
আমি যদি বিকাশের মাধ্যমে কাউকে ৫৩০০ টাকা ধার দেই (আমার বিকাশ একাউন্টে আগে থেকেই টাকা ছিল, ওনাকে ধার দিব এই উপলক্ষে টাকা ঢুকাইনি) এবং এই ৫৩০০ টাকা তুলতে অতিরিক্ত চার্জ যে চার্জ না পাঠাই, (এক্ষেত্রে ওই ব্যক্তি তুলতে হলে তার অতিরিক্ত চার্জ দিয়ে তুলতে হবে) তাহলে যে ব্যক্তিকে আমি ধার দিয়েছি সে যদি আমাকে আমার ধার শোধ করতে চায় তাহলে কিভাবে করবে?
❗প্রশ্ন:১: যাকে ধার দিয়েছি, সেই ব্যক্তি যদি বিকাশের মাধ্যমে আমার ধার শোধ করতে চায়, তাহলে কি সে ৫৩০০ টাকাই পাঠাবে? নাকি তাকে যখন আমি ৫৩০০ টাকা বিকাশের ধার দেওয়ার কারনে ওই ব্যক্তির সেই ৫৩০০ টাকা তুলতে যেই চার্জ লেগেছে, সেই পরিমান টাকা আমাকে কম দিবে? (যেহেতু আমার বিকাশ একাউন্টে টাকা আগে থেকেই ছিল, উক্ত ব্যক্তিকে টাকা ধার না দিলেও এইটা আমার তুলতে এমনিতেই চার্জ লাগতো)
❗প্রশ্ন:১.১: আর যদি ওই ব্যক্তিকে ধার দেওয়ার উদ্দেশ্যেই আমি আমার ৫৩০০ ক্যাশ টাকা দোকান থেকে বিকাশে ঢুকাই, এরপর সেই ব্যক্তিকে পাঠাই, তাহলে কি উক্ত ব্যক্তি ধার দেওয়ার সময় আর বিকাশে ৫৩০০ টাকাই পাঠাবে? নাকি যাকে ধার দিছি সে ৫৩০০ টাকা তুলতে যেই চার্জ লেগেছে সেইটুকু কম পাঠাবে? (যেহেতু উক্ত ব্যক্তিকে ধার দেওয়ার উদ্দেশেই টাকা দোকানে গিয়ে বিকাশে ভরা হয়েছে এবং এক্ষেত্রে ৫৩০০ টাকাই আমার লাগবে, যেহেতু ক্যাশ ইন করা হচ্ছে)
❗প্রশ্ন:২: যেই ব্যক্তিকে ৫৩০০ টাকা ধার দিয়েছি সে যদি আমাকে আমার ধারের টাকা বিকাশের মাধ্যমে না দিয়ে সরাসরি ক্যাশ এ বা আমার কাছে দিতে চায়, তাহলে কি সে ৫৩০০ টাকা দিবে? নাকি তাকে ৫৩০০ টাকা তুলতে যেই চার্জ লেগেছে সেইটুকু কম দিবে?
এক্ষেত্রে,,,
❗প্রশ্ন:২.১: (এক্ষেত্রে যদি আমার বিকাশে আগে থেকেই টাকা থেকে থাকে অর্থাৎ ওই ব্যক্তিকে ধার না দেওয়ার আগে থেকেই টাকা থেকে থাকে তাহলে কি সে সরাসরি ক্যাশ এ দিতে চাইলে ৫৩০০ টাকা তুলতে যেই চার্জ লেগেছে সেইটুকু কম দিবে? (কারন আমার বিকাশে টাকা আগে থেকেই ছিল, সেটা তাকে ধানা দিলেও কোনো সময় যদি আমি তুলতাম, আমার সেই টাকা দোকান থেকে তুলতে অতিরিক্ত চার্জ লাগতো))
❗প্রশ্ন:২.২: এক্ষেত্রে যদি আমার বিকাশে আগে থেকে টাকা না থেকে থাকে এবং ওই ব্যক্তিকে ধার দেওয়া উদ্দেশ্যেই আমি ৫৩০০ টাকা দোকান থেকে বিকাশ একাউন্টে ঢুকাই এবং সেই ব্যক্তিকে পাঠাই, সে ক্ষেত্রে ওই ব্যক্তি যদি সরাসরি ক্যাশ এ বা আমার কাছে দিতে চায়, তাহলে কি সে ৫৩০০ টাকা দিবে? নাকি তাকে ৫৩০০ টাকা তুলতে যেই চার্জ লেগেছে সেইটুকু কম দিবে? (যেহেতু তাকে ধার দেওয়া উদ্দেশ্যেই আমি ৫৩০০ টাকা বিকাশ একাউন্টে ঢুকাই এবং সেই ব্যক্তিকে পাঠাই)