السلام عليكم ورحمة الله وبركاته
শাওয়ালের ৫টি সাওম রাখা শেষ। আজকেও সাওম রেখেছিলাম। আজকে সহ ৬টি হতো।কিন্তু সন্ধ্যা ৬:০৫এ হায়েয শুরু হয়। হায়েয শেষ হতে হতে শাওয়াল মাস চলে যাবে।
এখন এক্ষেত্রে কি এই সাওম দোহরাতে হবে?যদি দোহরাতে না হয় তাহলে শাওয়ালের ছয় রোজার ফজীলত অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব থেকে বঞ্চিত হবো?