আসসালামু আলাইকুম হুজুর, আমি সরাসরি প্রশ্ন নিয়ে কথা বলি তা হচ্ছে :
//হুজুর চাকরি তে কিন্ত মানুষ কম বেশি মিথ্যা কথা বলেই তো যেমন মনে করেন আমি মিথ্যা অযুহাত দিয়ে আজকে কোনদিন অফিস না গেলে বা আগে আগে বাসায় আসলে মিথ্যা কথা বলে এতে কি গুনাহ হবে শুধু চাকরির থেকে পাওয়া বেতন তো আমার জন্য নেওয়া সম্পুর্ন জায়েজি থাকবে ?
//আর হুজুর আমি যিকির করি ইস্তেগফার করি মনে মনে মানে উচ্চারন করে বা সল্প স্বরে যে করে অইভাবে করিনা আমার ওয়াস ওয়াসার বা ওসিডির সমস্যা আছে তাই আমি মনে মনেই পড়ি most of the time কখনো বা sometime কিছুটা উচ্চারণ করে পড়ি আর উচ্চারন করি পড়িনা কারন যদি যিকির যেইসব বাক্য পড়ে করা হয় ওইসব বাক্য যদি কোন কারনে বা কোন ভাবে আমার উচ্চারন করায় কিছুটা সমস্যা হয় বা আমার কাছে সন্দেহ ও হয় যে উচ্চারন আবার এমন ভাবে তো করলাম যেইটার জন্য আমার কোন সমস্যা যদি হয় বা কোন সমস্যা তো হয়ে গেলো না ইত্যাদি এমন কারনেই আমি মনে মনেই বেশি করি যিকির গুলা তো এইভাবে যে আমি মনে মনে যিকির করি এইটা তো করতে পারবো? যদি আমি বলতে নি হয়ত আরো কিছুটা বা অল্প হবে হয়ত বলতে পারবো কি কি চিন্তার বা সন্দেহ ইত্যাদি এর কারনে আমি মনে মনে পড়ি মুলত ওয়াস ওয়াসার সমস্যা এর জন্য ধরে নেন আমি মনে মনে পড়ি আর আপনারা তো জানেনি ওয়াস ওয়াসার সমস্যা বা ওসিডির সমস্যা যাদের তাদের কি কি সমস্যা হয়।
যিকির আমি যেইগুলা পড়ি বেশি তা হচ্ছে যেমন কয়েকটা উল্লেখ করি : আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আযিম, আল্লাহুম্মাগফিরলি,আমানতুবিল্লাহ ইত্যাদি এইসব যিকির করে মনে মনে বেশি। আস্তাগফিরুল্লাহ,লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইগুলা আবার কিছুটা বেশি করে পড়ি আমি।