আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
১। আমি একটি ইসলামিক অনলাইন শপ খুলতে চাচ্ছি। যেই নাম সিলেক্ট করেছি সেই নামের ক্যালিগ্রাফি লোগো অনলাইনে পাওয়া যায়। এক ভাই ডিজাইন করে তার ওয়েবসাইটে রেখে দেয় যেন মানুষ তার কাজের ব্যাপারে ধারণা পায়। এগুলো বিক্রির জন্য নয় আবার ফ্রি ব্যবহার করা যাবে কি না তাও বলা নেই। এমতাবস্থায় এগুলোর৷ মধ্যে একটা পেজের লোগোর হিসেবে ফ্রি ব্যবহার করা যাবে কি না?
২। বিদেশে কিছু ওয়েবসাইট ওয়াল ফ্রেমের ডিজিটাল ফাইল (Ai বা Png) বিক্রি করে থাকে। তাদের ছবিগুলো স্ক্রিনশট নিয়ে সেটি Chatgpt কে বলি, ছবির বিস্তারিত বর্ণনা লিখে দাও। এতে সে একটি বর্ণনা দেয়। উক্ত বর্ণনা অন্য Image generating Ai কে দিলে সে কাছাকাছি ছবি তৈরি করে দেয়। এইসব ছবি প্রিন্ট করে বিক্রি করা যায়েজ হবে কি না? (মসজিদ বা ক্যালিগ্রাফির ছবি)