আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ,

আমি বর্তমানে Degree2nd year এর ফাইনাল পরীক্ষার কাছাকাছি। আমার পড়ার বিষয়াবলী হলো Islamic History & Islamic Studies (Quran & Fiqh).

আমি বিশুদ্ধ ইসলামী ইতিহাসের বই জানতে চাইছি,

একজন মুসলিম হিসেবে ইসলামের ইতিহাসকে সম্পূর্ণ জানতে একাডেমিক বইয়ে আমার কাজ হচ্ছে না। আমি অনেক অভাব পরিলক্ষিত করছি, বিষয়টা আপনারা অবশ্যই অবগত হবে আশা করছি আল্লাহর ফজলে।

আমি চাইছিলাম শাইখ, এমন কোন ও আলেম এর বই পড়তে যেখানে তিনি ইসলামের ইতিহাস বিশুদ্ধ ভাবে সংকলন এবং উপযুক্ত ব্যাখ্যা সহ সাজিয়েছেন। ইসলামের ইতিহাসে জংগে জালাম, উমাইয়া খিলাফত, ফাতেমী বংশ নিয়ে অনেকে অনেক মন্তব্য এবং লেখালেখি করেছে, অনেকে আবার হযরত মুয়াবীয়া রা এর শাসনকে ইসলামী খিলাফত মানতে অস্বীকার করে। এসব বিভক্তির মাঝে নিজের অবস্হা অনেক কষ্টের মনে হয় আমার, একই সাথে কোন দল সঠিক, নববী মানহাজের হয়ে কথা বলছে তাও চেনা কষ্টের আমার কাছে।

তাই আপনাদের থেকে কিছু উপদেশ পেতে এসেছি,
আমাকে দয়া করে এমন কয়েকজন আলিমের নাম ও তাদের লিখিত কিতাবের নাম বলুন যারা সত্যর উপর থেকে ইতিহাস বিশুদ্ধ ভাবে লিখেছেন, (আরবী ভাষায় ও বাংলা ভাষায় লিখিত বই) যারা western cultural & ইসলামের নতুন ফেরকা দলের ইসলামের খিলাফত নিয়ে নতুন নতুন মতবাদকে উত্তম রুপে খন্ডন করেছেন, যেসব বই পড়ে ইসলামের ইতিহাস বিষয়ে সত্য রুপে জানতে পারবো।

আশা করছি, আমাকে যথার্থ উত্তর দিয়ে বাধিত করবেন।

আল্লাহ আপনাদের সহায় হোন।

ইতি,

আবদুল্লাহ

1 Answer

0 votes
ago by (613,500 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

https://ifatwa.info/4599/ ফতোয়াতে আমরা উল্লেখ করেছি যে,

দ্বীনী ইলম অর্জনের সঠিক পদ্ধতি হচ্ছে, আলিমগণের নিকট থেকে ইলম অর্জন করা।
হযরত আবু উমামা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন-
خُذُوا الْعِلْمَ قَبْلَ أَنْ يَذْهَبَ
‘ইলম অর্জন কর তা বিদায় নেওয়ার আগে’। সাহাবীগণ আরয করলেন-
وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ يَا نَبِيَّ اللَّهِ، وَفِينَا كِتَابُ اللَّهِ؟
আল্লাহর নবী! ইলম কীভাবে বিদায় নেবে, আমাদের মাঝে তো রয়েছে আল্লাহর কিতাব?
বর্ণনাকারী বলেন, এ কথায় তিনি রুষ্ট হলেন। এরপর বললেন-
ثَكِلَتْكُمْ أُمَّهَاتُكُمْ أَوَلَمْ تَكُنِ التَّوْرَاةُ وَالْإِنْجِيلُ فِي بَنِي إِسْرَائِيلَ، فَلَمْ يُغْنِيَا عَنْهُمْ شَيْئًا؟ إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ، إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ
তোমাদের  মরণ হোক! বনী ইসরাইলের মাঝে কি তাওরাত ও ইঞ্জীল ছিল না, কিন্তু এতে তো তাদের কোনোই উপকার হল না! ইলমের প্রস্থানের অর্থ তার বাহকগণের প্রস্থান। -মুসনাদে আহমদ ৫/২৬৬; আদদারেমী ১/৮৬, হাদীস ২৪৫
হাদীসের শুরুতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ‘ইলম গ্রহণ কর তা বিদায় নেওয়ার আগে’। এরপর ‘ইলম বিদায় নেওয়ার’ অর্থ ব্যাখ্যা করে বলেছেন, ইলম বিদায় নেওয়ার অর্থ আলিমগণের বিদায় নেওয়া। তাহলে এ হাদীসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের বাহক তথা আলিমগণের নিকট থেকে ইলম গ্রহণ করতে বলেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ শিক্ষার প্রতিধ্বনি আমরা শুনতে পাই তাঁর সাহাবীগণের কণ্ঠে।
হযরত আবুদ দারদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
مَا لِي أَرَى عُلَمَاءَكُمْ يَذْهَبُونَ وَجُهَّالَكُمْ لَا يَتَعَلَّمُونَ؟ تعلَّموا قَبْلَ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، فَإِنَّ رَفْعَ الْعِلْمِ ذَهَابُ الْعُلَمَاءِ
হায়! তোমাদের আলিমগণ বিদায় নিচ্ছেন কিন্তু তোমাদের বে-ইলম শ্রেণি ইলম অর্জন করছে না। ইলম উঠিয়ে নেওয়ার আগেই ইলম হাসিল কর। ইলম উঠিয়ে নেওয়ার অর্থ আলিমদের প্রস্থান। -আদ দারেমী ২৫১

তারপরও নিজে নিজে শিখতে চাইলে কিছু কিতাব পড়তে হবে। 
তবে নামাজে যেহেতু কুরআন  শরিফ শুদ্ধ পড়া ফরজ,তাই তা অবশ্যই কোনো শুদ্ধ পড়নে ওয়ালার কাছে গিয়ে পড়তে হবে।   

ইবনে আবেদীন শামী রাহ,জ্ঞান শিক্ষা ফরয সম্পর্কিত একটি মূলনীতি তুলে ধরেন।যাকে আমাদের সামনে আসলে,ভবিষ্যৎ অনেক অস্পষ্টতা দূরবিত হয়ে যাবে ইনশা'আল্লাহ।
তিনি বলেনঃ
وَكُلُّ مَنْ اشْتَغَلَ بِشَيْءٍ يُفْرَضُ عَلَيْهِ عِلْمُهُ وَحُكْمُهُ لِيَمْتَنِعَ عَنْ الْحَرَامِ فِيهِ اهـ
যে বক্তি কোনো জিনিষ বা কাজের সাথে সংশ্লিষ্ট হবে নিজেকে সংশ্লিষ্ট করজে, তার উপর উক্ত বিষয় সম্পর্কে ইলম অর্জন করা ফরয।যাতে করে উক্ত বিষয় ও বিষয় সংশ্লিষ্ট সমস্ত হারাম থেকে সে অনায়াসে বেছে থাকতে পারে। (রদ্দুল মুহতার-১/৪২)

প্রশ্ন হচ্ছে, কতোটুকু জ্ঞান অর্জন করাটা ফরয?কী কী জিনিষ এই ফরজ ইলমের অন্তর্ভুক্ত? এবং কোন কোন বিষয়?

এর উত্তর হচ্ছে,আল্লাহর ফরয হুকুমকে ঠিক ঠিক ভাবে অনুসরণ করতে এবং নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে যত বিষয় সম্পর্কে যতটুকু ইলমের প্রয়োজন ততটুকু ইলম শিক্ষা ফরয।যেমন,নামায আল্লাহর ফরয বিধান,নামায পড়ার জন্য পবিত্রতা অর্জন শর্ত।তাই পবিত্রতার ইলম অর্জন ফরয।ঠিকতেমনি কেরাত ফরয, তাই কেরাত শিক্ষা ফরয।ঈমান আনয়নের জন্য শিরক মুক্ত হয়ে মনেপ্রাণেএকমাত্র আল্লাহকে বিশ্বাস করা ও তার বিধি-বিধান কে মান্য ফরয।তাই এ সম্পর্কীয় ইলম অর্জন ফরয।এবং রোযা আল্লাহর ফরয বিধান।রোযা রাখতে হলে তার করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে যথেষ্ পরিমাণ ইলম অর্জন ফরয।অর্থাৎ যতটুকু ইলম হলে রোযাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখা যায়,ততটুকু পরিমাণ ইলম অর্জন ফরয।ইত্যাদি ইত্যাদি।


ফরজে আইন পরিমান ইলম সম্পর্কে জানুনঃ

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
নিম্নোক্ত বই গুলো পড়তে পারেনঃ-
★আল বিদায়াহ ওয়ান নিহায়া। (১-১৪ খন্ড) আল্লামা ইবনে কাসীর রহঃ

★খেলাফতে রাশেদা। (কাজী যয়নুল আবেদীন মিরাঠী)
★খেলাফতে বনু উমাইয়া।(কাজী যয়নুল আবেদীন মিরাঠী)

★তারিখে মিল্লাত। (কাজী যয়নুল আবেদীন মিরাঠী)

★খেলাফতে আব্বাসিয়া (কাজী যয়নুল আবেদীন মিরাঠী)
★মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৪ খণ্ড) মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত ড. রাগিব সারজানী এর লিখিত গ্রন্থ।

★ইসলামি ইতিহাস – সংক্ষিপ্ত বিশ্বকোষ (৫ খণ্ড) 
ড. রাগিব সারজানী এর লিখিত গ্রন্থ।

★উসমানি খিলাফতের ইতিহাস - (১ ও ২ খণ্ড একত্রে): ড. আলী মুহাম্মদ সাল্লাবি


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (16 points)
May allah bless you, ya shaikh!

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...