আসসালামু আলাইকুম,
নিম্নোক্ত ঘটনায় হানাফি মাজহাব অনুযায়ী তালাক হবে?
১.স্বামী স্ত্রী ঝগড়া অবস্থায় অথবা স্বাভাবিক অবস্থায় যদি স্ত্রী স্বামীকে উদ্দেশ্য করে বলল "তুমি ওই লোকের সাথে কথা বললে তালাক" অথবা যদি বলে "তুমি অমুক কাজ (যেকোনো কাজকে উল্লেখ করে বলল) করলে তালাক। তারপর স্বামী ওই কাজটা করল যেই কাজ করলে স্ত্রী বলেছে তালাক তাহলে তালাক হয়ে যাবে??
২. স্ত্রী যদি এভাবে বলে " তুমি কোনোদিনও যদি ওই লোকের সাথে কথা বলো তাহলে তালাক" অথবা বলল "তুমি কোনোদিনও অমুক(যেকোনো কাজকে উল্লেখ করে বলল) কাজ করলে তালাক"।। তাহলে স্বামী কোনোদিন( জীবনদশায় যে কোনোদিন) ওই কাজ করলে তালাক পতিত হয়ে যাবে??
৩. স্ত্রী শর্তের উদ্দেশ্য দিয়ে ১ও ২ এর কথা বলুক অথবা স্বাভাবিক ভাবে ( শর্তের উদ্দেশ্য ছাড়া) বলুক তাতে তালাক পতিত হবে??
৪.. উপরোক্ত ৩ টি ক্ষেত্রে তালাক হয়ে গেলে যতোবার স্বামী ওই কাজ করবে ততোবারই তালাক??
বিশেষ প্রশ্ন::
স্ত্রী যদি স্বামীকে এভাবে বলে " তুমি এখন এই কাজ (যেকোনো কাজকে উল্লেখ করে) করলে তালাক" অথবা স্ত্রী যদি বলে "তুমি এখন এই কাজ করলে অথবা এখন ওই জায়গায় গেলে তালাক"। আর স্বামী ওই কাজ করল ওই জায়গায় গেলে তালাক হবে? [ বর্তমানে করলে বুঝিয়েছেন স্ত্রী]
Note : স্বামী স্ত্রীর কথায় সম্মতি দেননি যে " হ্যা আমি এমন করলে তালাক (স্ত্রী এর উক্তি মতো)।
দয়া করে উত্তর দিবেন।। প্রত্যেক টা উত্তর আলাদা করে দিবেন একটু কষ্ট করে হুজুর।