আসসালামু আলাইকুম, উস্তায। বিয়ের জন্য পারিবারিকভাবে ফিকির চলছে প্রায় অনেকমাস ধরে। দ্বীনকে প্রায়োরিটি দেওয়ার কথা বারবার বুঝানোর পর ও বায়োডেটাতে আমার পর্দার ব্যাপারে, ইলমের ব্যাপারে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। প্রস্তাব ও সব ঐভাবেই আসে। এমন হালতে দীনদার পরিবার থেকেই প্রস্তাব আসবে এতটুকু আল্লাহর উপর ভরসা করা কি আমার সঠিক অবস্থা হচ্ছে? একজন দীনদার, হকপন্থী, বিশুদ্ধ আক্বিদার, গায়রত ওলা জীবনসঙ্গী পেতে কী কী প্রচেষ্টা থাকা উচিত উস্তায। কিছু পরামর্শ দিবেন দয়া করে। পারিবারিক, আত্মীয়দের দিক থেকেও ছবি না দেওয়া, পর্দা করা নিয়ে কথা শুনতে হয়। মাঝে মাঝে মনে হয় বাড়াবাড়ি করে ফেলছি... বিয়ের ব্যাপারে যত আমল বিশ্বস্ত জায়গা থেকে শুনি সবই করা হয়েছে, এখন আর নিয়মিত আমল করাও হয় না।