জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ إِبْرَاهِيْمَ بْنِ عَبْدِ الرَّحْمنِ الْعُذْرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَحْمِلُ هذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُوْلُه يَنْفُوْنَ عَنْهُ تَحْرِيْفَ الْغَالِيْنَ وَانْتَحَالَ الْمُبْطِلِيْنَ وَتَأْوِيْلَ الْجَاهِلِيْنَ.
ইবরাহীম ইবনু ‘আবদুর রহমান আল ‘উযরী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক আগত জামা‘আতের মধ্যে নেক, তাক্বওয়াসম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ (কিতাব ও সুন্নাহর) এ জ্ঞান গ্রহণ করবেন। আর তিনিই এ জ্ঞানের মাধ্যমে (কুরআন-সুন্নাহ) সীমালঙ্ঘনকারীদের রদবদল, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদ এবং জাহিল অজ্ঞদের ভুল ব্যাখ্যা-বিশ্লেষণকে বিদূরিত করবেন।
(সহীহ : বায়হাক্বী ১০/২০৯,মিশকাতুল মাসাবিহ ২৪৮)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
আল বিয়াহা ওয়ান নিহায়াহ পড়তে পারেন।ক্রুসেড নিয়ে জানতে আসাদ বিন হাফিজ এর লেখা ক্রুসেড সমগ্র,বা ড. রাগিব সারজানির বই পড়তে পারেন।
তাতারীদের ইতিহাস বইটি পড়তে পারেন।
আন্দালুসের ইতিহাস বইটি পড়তে পারেন।
আব্বাসি খেলাফতের ইতিহাস বা আব্বাসি খিলাফাহ বইটি পড়তে পারেন।
উসমানি খেলাফতের ইতিহাস বইটি পড়তে পারেন।
(০২)
ফিলিস্তিনের ইতিহাস ; লেখক : ড. মুহসিন মুহাম্মাদ সালেহ ; প্রকাশনী : মাকতাবাতুত তাকওয়া
এ বইটি পড়তে পারেন।
অথবা ড. রাগিব সারজানির লেখা ফিলিস্তিনের ইতিহাস বইটি পড়তে পারেন।
(০৩)
তৃতীয় বিশ্বযুদ্ধ : মাহদি ও দাজ্জাল : মাওলানা আছেম ওমর।
এ বইটি পড়তে পারেন।
(০৪)
১) হায়াতুস সাহাবা (রা:)
লেখকঃ হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী রহ.
২) সাহাবা কেরামের ঈমানদীপ্ত জীবন
লেখকঃ ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা
মহিলা সাহাবীদের জীবনী (তালেবুল হাশেমী)
নারী সাহাবিদের জীবনাদর্শ ; লেখক : মাওলানা আবদুস সালাম নদভী ; প্রকাশনী : ইত্তিহাদ পাবলিকেশন।
★উম্মুল মুমিনিন : ড. ইয়াসির ক্বাদি -
এ বইটি পড়তে পারেন।