আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

উস্তাদ আমি ইসলামের ইতিহাস(নববী যুগ থেকে বর্তমান পর্যন্ত) সম্পর্কে জানতে চাই। ভবিষ্যতের ফিতনা সম্পর্কেও জানতে চাই যেনো সতর্ক থাকতে পারি ইন শা আল্লাহ্।এখানে প্রশ্ন করলাম যেনো কোনো আলেমের সাজেস্ট করা বই পড়তে পারি।

১. ইসলামের ইতিহাস (ক্রুসেড,তাতার,আন্দালুস,আব্বাসীয়, উসমানীয় সাম্রাজ্য...)জানার জন্য কি কি বই পড়া ভালো হবে অনুগ্রহ করে বইয়ের নাম গুলো জানাবেন ইন শা আল্লাহ্।

২. ফিলিস্তিনিদের সম্পর্কে জানতে চাই।কোন‌ বই পড়বো?

৩.গাজওয়াতুল হিন্দ,কিতাবুল ফিতান,দাজ্জাল ইত্যাদি বিষয়ে জানার জন্য কোন বই গুলো পড়তে হবে?
৪. সাহাবায়ে কেরামগণের জীবনি ও উম্মুল মুমিনিনদের জীবনি জানার জন্য কোন বই গুলো পড়বো?

1 Answer

0 votes
ago by (612,600 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ 

وَعَنْ إِبْرَاهِيْمَ بْنِ عَبْدِ الرَّحْمنِ الْعُذْرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَحْمِلُ هذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُوْلُه يَنْفُوْنَ عَنْهُ تَحْرِيْفَ الْغَالِيْنَ وَانْتَحَالَ الْمُبْطِلِيْنَ وَتَأْوِيْلَ الْجَاهِلِيْنَ.

ইবরাহীম ইবনু ‘আবদুর রহমান আল ‘উযরী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক আগত জামা‘আতের মধ্যে নেক, তাক্বওয়াসম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ (কিতাব ও সুন্নাহর) এ জ্ঞান গ্রহণ করবেন। আর তিনিই এ জ্ঞানের মাধ্যমে (কুরআন-সুন্নাহ) সীমালঙ্ঘনকারীদের রদবদল, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদ এবং জাহিল অজ্ঞদের ভুল ব্যাখ্যা-বিশ্লেষণকে বিদূরিত করবেন।
(সহীহ : বায়হাক্বী ১০/২০৯,মিশকাতুল মাসাবিহ ২৪৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
আল বিয়াহা ওয়ান নিহায়াহ পড়তে পারেন।ক্রুসেড নিয়ে জানতে আসাদ বিন হাফিজ এর লেখা ক্রুসেড সমগ্র,বা ড. রাগিব সারজানির বই পড়তে পারেন।

তাতারীদের ইতিহাস বইটি পড়তে পারেন।

আন্দালুসের ইতিহাস বইটি পড়তে পারেন।

আব্বাসি খেলাফতের ইতিহাস বা আব্বাসি খিলাফাহ বইটি পড়তে পারেন।

উসমানি খেলাফতের ইতিহাস বইটি পড়তে পারেন।

(০২)
ফিলিস্তিনের ইতিহাস ; লেখক : ড. মুহসিন মুহাম্মাদ সালেহ ; প্রকাশনী : মাকতাবাতুত তাকওয়া 

এ বইটি পড়তে পারেন।

অথবা ড. রাগিব সারজানির লেখা ফিলিস্তিনের ইতিহাস বইটি পড়তে পারেন।

(০৩)
তৃতীয় বিশ্বযুদ্ধ : মাহদি ও দাজ্জাল : মাওলানা আছেম ওমর।

এ বইটি পড়তে পারেন।

(০৪)
১) হায়াতুস সাহাবা (রা:) 
লেখকঃ হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী রহ.

২) সাহাবা কেরামের ঈমানদীপ্ত জীবন
লেখকঃ ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা

মহিলা সাহাবীদের জীবনী (তালেবুল হাশেমী) 

নারী সাহাবিদের জীবনাদর্শ ; লেখক : মাওলানা আবদুস সালাম নদভী ; প্রকাশনী : ইত্তিহাদ পাবলিকেশন।

★উম্মুল মুমিনিন : ড. ইয়াসির ক্বাদি - 
এ বইটি পড়তে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...