আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
23 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি মেয়েদের সেলাই কাজ শেখাই।। আমি ফেসবুক আইডি থেকে প্রচারণার কাজ করি।এখন আমার স্টুডেন্ট কেউ একজন জামা বানিয়ে আনলো।।স্টুডেন্ট কেমন কাজ পারে এটা বুঝানোর জন্য যদি জামাটা পোস্ট করি,,এতে কি গুনাহ হবে?

২।আমি ডিজাইনার জামা বানায় নিজেদের জন্য,,বানানোর পর,, পড়ার আগে কি এগুলো পোস্ট করতে পারবো।।এটা আমার বিজনেসের সাথে জড়িত।।যদি পোস্ট না করি,,তাহলে তো মানুষকে তো আর বুঝাতে পারবো না।।

৩/অনেক মেয়েকে দেখি বাপের বাড়ি বাচ্চা নিয়ে দীর্ঘ সময় (৩,৪ মাস) থাকে।।এতে হাজবেন্ড কোনো খরচ দেয় না।।আর বাংলাদেশে এটা নরমাল হিসেবে দেখা হয়।।আসলে,, আমার জানার ইচ্ছে,,এই ক্ষেত্রে কি হাজবেন্ডর উচিত না খরচ বহন করা?আর বাবা কি খরচ দিতে বাধ্য?

৪/অনেক চেষ্টা করার পরও যদি বিয়ে না হয়,,এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।। এতে ধৈর্য ধারন করলে কি সওয়াব হবে।

অনেক মেয়েকে দেখি ৩০+,,অনেক ছেলেকে দেখি ৩০+

অনেক চেষ্টা করার পরও আল্লাহ তাদের কবুল করছে না।আর অবিবাহিত অবস্থায় সময়গুলো অতিবাহিত করা অবশ্যই অনেক কষ্টেের।তাহলে এই কষ্ট,, সবরের বিনিময়ে কি সাওয়াব হবে?

1 Answer

0 votes
ago by (612,540 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
সাধারণ জামা পায়জামার ছবি হলে এতে সমস্যা নেই।
তবে পুরুষদের আকৃষ্ট করে এমন পোশাক এর ছবি পোস্ট করা যাবেনা।

হ্যাঁ যদি আপনার পেইজে/আইডিত্তে কোনো পুরুষ না থাকে,উক্ত ছবি কোনো পুরুষের দেখার সুযোগ না থাকে,সেক্ষেত্রে উক্ত পোশাক গুলির ছবি দেয়া জায়েজ হবে।

হাদীস শরীফে এসেছেঃ-

عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ "

ইবনু মাস্‘ঊদ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রমণী মাত্রই আবরণীয় (বিষয়), যখন সে বের হয় তখন শায়ত্বন তাকে সুশোভিত করে তোলে (বা শায়ত্বন হাত আড় করে তার প্রতি তাকায়।)

(সহীহ : তিরমিযী ১১৭৩, ইরওয়া ২৭৩, সহীহ আল জামি‘ ৬৬৯০।)

(০২)
এক নং প্রশ্নের জবাব দ্রষ্টব্য।

(০৩)
স্বামীর অনুমতি স্বাপেক্ষে যদি স্ত্রী বাবার বাসায় এভাবে থাকে,সেক্ষেত্রে খরচ দেয়া স্ত্রী ও সন্তানের ভরনপোষণ বাবদ খরচ দেয়া স্বামীর উপর আবশ্যক। 

হ্যাঁ যদি স্ত্রী স্বামীর অনুমতি না নিয়েই এক প্রকার অবাধ্য হয়ে বাবার বাসায় থাকে,সেক্ষেত্রে স্ত্রীর ভরনপোষণ বাবদ খরচ দেয়া স্বামীর উপর আবশ্যক নয়। 

তবে ও সন্তানের ভরনপোষণ বাবদ খরচ দেয়া সর্বাবস্থায় স্বামীর উপর আবশ্যক।

(০৪)
এতে ধৈর্য ধারন করলে অবশ্যই ছওয়াব হবে।

এমতাবস্থায় গুনাহে জড়িয়ে না পড়ে ধৈর্য ধারন করে দ্বীনের উপর থাকলে এই কষ্ট,, সবরের বিনিময়ে অবশ্যই ছওয়াব হবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা বলে, হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, -যদিও আল্লাহ তাকে বেশী জানেন- তিনি বলেন, তাকে পর্যবেক্ষণ কর যদি সে করে তার জন্য সমান পাপ লিখ, যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে ।

(সহিহ মুসলিম) 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...