আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি মেয়েদের সেলাই কাজ শেখাই।। আমি ফেসবুক আইডি থেকে প্রচারণার কাজ করি।এখন আমার স্টুডেন্ট কেউ একজন জামা বানিয়ে আনলো।।স্টুডেন্ট কেমন কাজ পারে এটা বুঝানোর জন্য যদি জামাটা পোস্ট করি,,এতে কি গুনাহ হবে?
২।আমি ডিজাইনার জামা বানায় নিজেদের জন্য,,বানানোর পর,, পড়ার আগে কি এগুলো পোস্ট করতে পারবো।।এটা আমার বিজনেসের সাথে জড়িত।।যদি পোস্ট না করি,,তাহলে তো মানুষকে তো আর বুঝাতে পারবো না।।
৩/অনেক মেয়েকে দেখি বাপের বাড়ি বাচ্চা নিয়ে দীর্ঘ সময় (৩,৪ মাস) থাকে।।এতে হাজবেন্ড কোনো খরচ দেয় না।।আর বাংলাদেশে এটা নরমাল হিসেবে দেখা হয়।।আসলে,, আমার জানার ইচ্ছে,,এই ক্ষেত্রে কি হাজবেন্ডর উচিত না খরচ বহন করা?আর বাবা কি খরচ দিতে বাধ্য?
৪/অনেক চেষ্টা করার পরও যদি বিয়ে না হয়,,এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।। এতে ধৈর্য ধারন করলে কি সওয়াব হবে।
অনেক মেয়েকে দেখি ৩০+,,অনেক ছেলেকে দেখি ৩০+
অনেক চেষ্টা করার পরও আল্লাহ তাদের কবুল করছে না।আর অবিবাহিত অবস্থায় সময়গুলো অতিবাহিত করা অবশ্যই অনেক কষ্টেের।তাহলে এই কষ্ট,, সবরের বিনিময়ে কি সাওয়াব হবে?