ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবু উমামা রা. বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম-
يَا رَسُولَ اللهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟جَوْفَ اللَّيْلِ الآخِرَ، وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ.
হে আল্লাহর রাসূল! কোন্ সময়ের দুআ সবচেয়ে বেশি কবুল হয়?নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন-রাতের শেষ প্রহরে এবং ফরয নামাযের শেষে। -জামে তিরমিযী, হাদীস ৩৪৯৯; সুনানে কুবরা, নাসায়ী, হাদীস ৯৮৫৬
এখানে একটা বিষয় খোলাসা হওয়া দরকার। তা হল, হাদীসটিতে ফরয নামাযের শেষে দুআ কবুলের আশ্বাস দেওয়া হয়েছে। ‘নামাযের শেষে’ বলে কোন্ সময় বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তর হল- মুহাদ্দিসীনে কেরাম এর দুটি ব্যাখ্যা করেছেন।
১. নামাযের শেষাংশ তথা সালাম ফেরানোর পূর্বের সময়। নামাযের শেষ বৈঠকে তাশাহ্হুদ ও দরূদ শরীফ পড়ার পর এবং সালাম ফেরানোর আগে যে সময় আমরা প্রসিদ্ধ দুআ মাছূরা পড়ি সে সময় দুআ করা।
২. নামায শেষ করার পর তথা ফরয নামাযের সালাম ফেরানোর পরে দ্আু করা।
উভয় ব্যাখ্যা হাদীস শরীফ দ্বারা সমর্থিত। উভয় সময়েই দুআ করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, উম্মতকে এর প্রতি উৎসাহ দিয়েছেন এবং সে সময় পড়ার জন্য সুসংক্ষিপ্ত ও মর্মসমৃদ্ধ অনেক দুআ তিনি শিক্ষা দিয়েছেন।
যাইহোক, হাদীসটি থেকে জানা গেল, নামাযের শেষে তথা সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দুআ কবুল হওয়ার বিশেষ একটি সময়।