আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
42 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আসসালামুয়ালাইকুম,

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবার প্রশ্ন করার জন্য।

----আমি কিছু উলামায়ে কিরামের মুখে শুনেছি নামাজের মধ্যে তাশাহুদের পরে দোয়া করার নির্দেশ এসেছে। কিছু উলামায়ে কিরামের মুখে তাসলিমের পরে দোয়া করার নির্দেশ শুনেছি। নামাজের মধ্যে তাসলিম কোন অংশকে বলা হয় জানি না।আমি আগে জানতাম যে তাশাহুদ হচ্ছে আত্যাহিয়্যাতু আর তাসলিম হচ্ছে
 'আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদ "থেকে শেষ পর্যন্ত
 সম্পূর্ণ দুরুদে ইব্রাহিমি "এই জানাটা কি সঠিক? তবে আমার জানার মূখ্য বিষয় হচ্ছে," আমি নামাজে দোয়া
 কখন করবো ? দুরুদে ইব্রাহিমি পাঠ করার পূর্বে নাকি পরে?
কনফিউশন দূর করে কৃতজ্ঞ করবেন ইনশাআল্লাহ।

জাযাকুমুল্লাহু খাইরান।।

1 Answer

0 votes
by (641,250 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবু উমামা রা. বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম-
يَا رَسُولَ اللهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟جَوْفَ اللَّيْلِ الآخِرَ، وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ.
হে আল্লাহর রাসূল! কোন্ সময়ের দুআ সবচেয়ে বেশি কবুল হয়?নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন-রাতের শেষ প্রহরে এবং ফরয নামাযের শেষে। -জামে তিরমিযী, হাদীস ৩৪৯৯; সুনানে কুবরা, নাসায়ী, হাদীস ৯৮৫৬

এখানে একটা বিষয় খোলাসা হওয়া দরকার। তা হল, হাদীসটিতে ফরয নামাযের শেষে দুআ কবুলের আশ্বাস দেওয়া হয়েছে। ‘নামাযের শেষে’ বলে কোন্ সময় বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তর হল- মুহাদ্দিসীনে কেরাম এর দুটি ব্যাখ্যা করেছেন।

১. নামাযের শেষাংশ তথা সালাম ফেরানোর পূর্বের সময়। নামাযের শেষ বৈঠকে তাশাহ্হুদ ও দরূদ শরীফ পড়ার পর এবং সালাম ফেরানোর আগে যে সময় আমরা প্রসিদ্ধ দুআ মাছূরা পড়ি সে সময় দুআ করা।

২. নামায শেষ করার পর তথা ফরয নামাযের সালাম ফেরানোর পরে দ্আু করা।

উভয় ব্যাখ্যা হাদীস শরীফ দ্বারা সমর্থিত। উভয় সময়েই দুআ করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, উম্মতকে এর প্রতি উৎসাহ দিয়েছেন এবং সে সময় পড়ার জন্য সুসংক্ষিপ্ত ও মর্মসমৃদ্ধ অনেক দুআ তিনি শিক্ষা দিয়েছেন।

যাইহোক, হাদীসটি থেকে জানা গেল, নামাযের শেষে তথা সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দুআ কবুল হওয়ার বিশেষ একটি সময়।

নামাযে দু'আ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/185


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...