আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
23 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
মুহতারাম মুফতি সাহেব,
আসসালামু আলাইকুম ।
আল্লাহর রহমতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ইসরায়েলি ও ইন্ডিয়ান পণ্য সর্বোচ্চ  বয়কটের চেষ্টায় আছি ।
আগে কোলগেট টুথপেস্ট ব্যবহার করতাম এই কারণে যে তাদের পেস্টের প্যাকেটে গ্রিন সিম্বল দেওয়া আছে ।  অন্তত তারা এটুকু দাবী করেছে যে,  তাদের পণ্যে প্রাণিজাত কোন কিছু নেই, যেমন, শুকর অথবা মরা গরু থেকে প্রাপ্ত গ্লিসারিন নেই । কিন্তু, colgate palmolive কোম্পানি অথবা কোলগেট ইন্ডিয়া - এদের অর্থ তো ঐ দেশগুলোর সরকারই পাচ্ছে, মুসলিমদের বিরুদ্ধেই কোন না কোন ভাবে খরচ করছে তারা ।  এ কারণে এটা ব্যবহার করতে মন সায় দেয় না ।
এদিকে বাংলাদেশের টুথপেস্ট মেডিপ্লাস ডিএস  - এর প্যাকেটে ওরকম গ্রিন সিম্বল নেই এমনকি মেডিপ্লাসের প্যাকেটে হালাল শব্দটিও নেই ।
এখন সন্দেহযুক্ত দেশি পেস্ট ব্যবহার করব না কি উপরে উল্লিখিত গ্রিন সিম্বলের কারণে কোলগেটই ব্যবহার করব?
এ অবস্থায় আমারকোন সিদ্ধান্ত নেওয়া উচিৎ হবে?

বি.দ্র. মেসওয়াক ব্যবহারে অভ্যস্ত হবার চেষ্টায় আছি, যদিও মোটেও নিয়মিত নই ।  আবার, পরিবারের অন্যান্য সদস্যদের ঐ বুঝ এখনো আসেনি যে তারা পেস্ট ব্যবহার না করে মেসওয়াককে প্রাধান্য দিবে ।

1 Answer

0 votes
ago by (641,250 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
لَا بَأْسَ بِأَنْ يَكُونَ بَيْنَ الْمُسْلِمِ وَالذِّمِّيِّ مُعَامَلَةٌ إذَا كَانَ مِمَّا لَا بُدَّ مِنْهُ
মুসলমান ও অমুসলমানের মধ্যে মু'আমালা তথা ক্রয়-বিক্রয় ও লেনদেন সংগঠিত হওয়াতে কোনো সমস্যা নাই ,যদি এছাড়া অন্য কোনো রাস্তা না থাকে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/94704

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশেষ করে ইসরাঈলের পণ্যকে বর্জন করার কথা উলামাগণ এজন্য বলেন, যে তারা এ সব পণ্য থেকে অর্জিত মুনাফার একাংশকে ইসরাইলের সামরিক খাতে ব্যয় করে। এদ্বারা তারা নিরিহ ফিলিস্তিনি মুসলিমদের উপর বুলেট নিক্ষেপ করে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/96644

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অমুসলিম দেশের পণ্য ব্যবহার না হলে, বরং মুসলিম দেশের পণ্যকেই ব্যবহার করবেন। মুসলিম অধ্যুষিত দেশের পণ্যে হালাল লিখা না থাকলেও যতক্ষণ না হারাম উপাদানের নিশ্চিত কোনো সংবাদ পাওয়া যাচ্ছে।

মেসওয়াক ব্যবহারের জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...