আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (32 points)
আসসালামু আলাইকুম।আমি প্রাণীবিজ্ঞান বিভাগের একজন ছাত্রি।আমাদের পড়াশোনায় অনেক সময় ই প্রাণীর সরাসরি ছবি অথবা ছবির অংশবিশেষ যেমন হৃৎপিন্ড,ফুসফুস,রক্ত সংবহনতন্ত্র,হাত পায়ের হাত এসব আকতে হয়।আমি ডিরেক্ট পশুপ্রানির ছবি এভয়েড করি।আর্ট করি না।কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফাইনালে প্রাকটিক্যাল পরীক্ষা আছে ১০০ নাম্বারের।এটা স্বতন্ত্র আলাদাই একটি পরীক্ষা।যেখানে প্রাকটিক্যাল খাতা রেডি করতে হবে।মাছ,ব্যাঙ,পাখি এগুলো একে অঙ্গ চিহ্নিত করন করতে হবে।এই খাতাটাই পরিক্ষার মেইন।এটা না জমা দিলে পাস নিয়েও টানাটানি হতে পারে।এখন আমার এ জায়গায় করনীয় কি?আর প্রাকটিক্যাল খাতা যদি নাও জমা দেই তারপর ও মেইন এক্সামে তখন ত এসব আর্ট করতেই হবে নাইলে পাস আসবে কিনা সন্দেহ আছে।কারন প্রাকটিক্যাল এক্সামে আর্ট ই মেইন।আর এই খাতা পররর্তীতে আমি নষ্ট করার সুযোগ পাবো না।কারণ স্যাররা জমা নিয়ে নিবেন।

১.এক্ষেত্রে সরাসরি চিত্র আকা যাবে কি?প্রাকটিক্যাল খাতা+মেইন এক্সামে

২.দেহের অংশবিশেষ ফুসফুস,হৃদপিন্ড আকা যাবে কি?

৩.আমি হিফয করি আলহামদুলিল্লাহ।হিফয এর অংশ আর প্রতিদিনের সবক ছাড়া কুরআন থেকে নাজেরা তেমন পড়া হয় না।অর্থাৎ হিফয এবং নতুন সবক ছাড়া কুরআন এর বাকি অংশ সচরাচর পড়া হয় না।এতে কি কুরআন এর হক সঠিকভাবে আদায় হচ্ছে?বা কুরআন পড়া যে ওয়াজিব ওয়াজিব আদায় হচ্ছে কিনা?

৪ আমি যদি বছরে একবার করে কুরআন খতম দেই তাহলে কি কুরআন পড়ার ওয়াজিব আদায় হবে?

1 Answer

0 votes
by (641,250 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।

কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/92238

জরুরত অনেক নিষিদ্ধ জিনিষকে বৈধ বানিয়ে দেয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে সার্বিক দিক বিবেচনায় আপনি প্রাণীর চিত্র আকতে পারবেন। প্রাকটিক্যাল খাতায় বা মেইন এক্সামে। তবে শর্ত হল, শরীর এবং মাথায় কর্তন রেখা এমনভাবে একে দিবেন, যাতেকরে এটাকে কোনো জীবিত প্রাণী মনে না হয়। তাছাড়া বিনা প্রয়োজনে মাথা সংযোজন করবেন না। 

(২) দেহের অংশবিশেষ ফুসফুস,হৃদপিন্ড ইত্যাদি অনায়াসে আকতে পারবেন। 

(৩)  হিফয এবং নতুন সবক ছাড়া কুরআন এর বাকি অংশ সচরাচর না পড়া উচিত না। এমনকি প্রতি ৪০ দিনে এক খতম করা মুস্তাহাব । তবে বর্তমানে লেখাপড়ার ব্যস্ততার কারণে যদি সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতে নিয়ত রেখে হিফয এবং নতুন সবক পড়ে নিলে কোনো সমস্যা হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1363

(৪)  প্রতি ৪০ দিনে এক খতম দেওয়া মুস্তাহাব । 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাজ কর্তন রেখা টা কি?সেটা কিভাবে একে দিব এটা বুঝতে পারি নি!

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...