আসসালামু আলাইকুম।আমি প্রাণীবিজ্ঞান বিভাগের একজন ছাত্রি।আমাদের পড়াশোনায় অনেক সময় ই প্রাণীর সরাসরি ছবি অথবা ছবির অংশবিশেষ যেমন হৃৎপিন্ড,ফুসফুস,রক্ত সংবহনতন্ত্র,হাত পায়ের হাত এসব আকতে হয়।আমি ডিরেক্ট পশুপ্রানির ছবি এভয়েড করি।আর্ট করি না।কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফাইনালে প্রাকটিক্যাল পরীক্ষা আছে ১০০ নাম্বারের।এটা স্বতন্ত্র আলাদাই একটি পরীক্ষা।যেখানে প্রাকটিক্যাল খাতা রেডি করতে হবে।মাছ,ব্যাঙ,পাখি এগুলো একে অঙ্গ চিহ্নিত করন করতে হবে।এই খাতাটাই পরিক্ষার মেইন।এটা না জমা দিলে পাস নিয়েও টানাটানি হতে পারে।এখন আমার এ জায়গায় করনীয় কি?আর প্রাকটিক্যাল খাতা যদি নাও জমা দেই তারপর ও মেইন এক্সামে তখন ত এসব আর্ট করতেই হবে নাইলে পাস আসবে কিনা সন্দেহ আছে।কারন প্রাকটিক্যাল এক্সামে আর্ট ই মেইন।আর এই খাতা পররর্তীতে আমি নষ্ট করার সুযোগ পাবো না।কারণ স্যাররা জমা নিয়ে নিবেন।
১.এক্ষেত্রে সরাসরি চিত্র আকা যাবে কি?প্রাকটিক্যাল খাতা+মেইন এক্সামে
২.দেহের অংশবিশেষ ফুসফুস,হৃদপিন্ড আকা যাবে কি?
৩.আমি হিফয করি আলহামদুলিল্লাহ।হিফয এর অংশ আর প্রতিদিনের সবক ছাড়া কুরআন থেকে নাজেরা তেমন পড়া হয় না।অর্থাৎ হিফয এবং নতুন সবক ছাড়া কুরআন এর বাকি অংশ সচরাচর পড়া হয় না।এতে কি কুরআন এর হক সঠিকভাবে আদায় হচ্ছে?বা কুরআন পড়া যে ওয়াজিব ওয়াজিব আদায় হচ্ছে কিনা?
৪ আমি যদি বছরে একবার করে কুরআন খতম দেই তাহলে কি কুরআন পড়ার ওয়াজিব আদায় হবে?