আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in কুরবানী (Slaughtering) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
গতবছর জানুয়ারির দিকে আমাদের এক গরুর বাছুর ভীষণরকম অসুস্থ হয়ে পড়ে। তখন আশেপাশের গরুদের ও এই অসুখ হয়।এবং প্রায় গরু মারা পড়ে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের গরু দীর্ঘ ৩ ৪ মাস আমার মায়ের অক্লান্ত সেবাযত্নের পর সেরে উঠে। উল্লেখ্য, ওর সারা শরীরে এমনকি মুখ, নাক, গাল কোনো অঙ্গ বাদ যায়নি যে আক্রান্ত হয়েছে। ওর মুখের একপাশের একটু কেটে ফেলতে হয় তখন। ফলে এখন সেখানে নতুন মাংশ -চামড়া গজালেও ওর মুখ একটু বাকা হয়ে গিয়েছে।
প্রশ্নে আসা যাক - আম্মু ওর অসুস্থ অবস্থায় মানত করেছিলেন আল্লাহ ওকে সুস্থ করলে তিনি তা কুরবানী দিবেন। এখন ওর মুখ বাকা হওয়ার ফলে কি ওকে কুরবানী দিতে কোনো সমস্যা আছে কিনা?
যদি দেওয়া যায়, মাংসের বণ্টন কিরূপ হবে?

আর যদি দেওয়া না যায়, সে অবস্থায় মানতের কি হবে?

আশা করি আমি বুঝাতে পেরেছি!
জাযাকুমুল্লাহ খায়রান।

1 Answer

0 votes
by (641,250 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার আম্মু গরুটি সুস্থ হওয়ার উপর কুরবানির মান্নত করেছেন, যেহেতু নির্দিষ্ট প্রাণীকে কুরবানির নিয়ত করেছেন, তাই এক্ষেত্রে কুরবানির প্রণীর শর্তসমূহ প্রযোজ্য হবে না। কিন্তু অনির্দিষ্ট ভাবে কোনো প্রাণীকে কুরবানি করার মান্নত করলে, তখন তাতে সমস্ত শর্ত প্রযোজ্য হবে।

بدائع الصنائع في ترتيب الشرائع (5/ 85):
"ولو أوجب على نفسه بدنة ... ولو أوجب جزوراً فعليه الإبل خاصةً؛ لأن اسم الجزور يقع عليه خاصةً، ولايجوز فيهما إلا ما يجوز في الأضاحي وهو الثني من الإبل والبقر".
لما في الفتاوی الهندية:
وقد روي عن محمد رحمه الله تعالى قال: إن علق النذر بشرط يريد كونه كقوله إن شفى الله مريضي أو رد غائبي لا يخرج عنه بالكفارة كذا في المبسوط. ويلزمه عين ما سمى كذا في فتاوى قاضي خان( ج ٢ ص ٧٢ بیروت لبنان)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুখ বাকা হলেও সমস্যা নেই, ঐ প্রাণীকে জবাই করে মান্নতকে পূর্ণ করা ওয়াজিব। সমস্ত গোস্তকে গরীবদের মধ্যে বন্টন করে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
আসসালামু আলাইকুম 
উস্তায,আম্মুর কথা বুঝতে সম্ভবত আমার ভুল হয়েছিল। তিনি বলেছেন, তিনি মানত করেন নি। তিনি নিয়ত করেছিলেন।উনার তখনের কথাটি ছিলো এক্সেক্টলি এমন " আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখেন আগামী বছর ওকে কুরবানী দিবো" অর্থাৎ আমাদের উপর অর্পিত ওয়াজিব কুরবানীর কথা বলেছেন।
তিনি এক্ষেত্রে মানত শব্দটিও উচ্চারণ করেননি কখনো।
এক্ষেত্রে হুকুম কি?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...