আসসালামু আলাইকুম
হায়েজ অবস্থায় তো কুরআন তিলাওয়াত এবং স্পর্শ করা যায় না। কিন্তু যদি সূরা মূলক মুখস্ত থাকে তাহলে কি মুখস্ত তিলাওয়াত করা যাবে রাতের আমল হিসেবে কুরআন স্পর্শ ছাড়া ?
আর কেউ যদি কুরআন তিলাওয়াত করার পরে দেখতে পারে হায়েজ শুরু হয়ে গেছে কিন্তু সে বুঝতে পারেনি সে সময়, পরবর্তীতে বুঝতে পারছে, তাহলে কি করবে?
জাযাকাল্লাহ খইরন।