ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওষুধ কোম্পানি তাদের ওষুধের নাম লেখার জন্য ডাক্তারদের যে দামি-দামি জিনিস পত্র, নগদ অর্থ ইত্যাদি দেওয়া হয় তাও শরিয়ত সম্মত নয়। কারণ এটিও শরিয়তের দৃষ্টিতে বিনিময়হীন উৎকোচের শামিল। কেননা রোগির জন্য কোন গ্রুপের এবং কোন কোম্পানীর ওষুধ সর্বাধিক কার্যকরী তা লিখে দেয়া একজন চিকিৎসকের পেশাগত দায়িত্ব। অবশ্য বিভিন্ন ছোটখাট স্টেশনারি সামগ্রী নেয়া যেতে পারে।
যেমন : কলম, প্যাড ইত্যাদি। এগুলোতে ঔষধ কোম্পানির ট্রেডমার্ক এবং উৎপাদিত পণ্যের ট্রেড ন্যাম ছাপানো থাকে। মূলত এগুলো কোম্পানির বিজ্ঞাপনের কাজ দেয়। তাছাড়া পণ্যগুলো এজন্যে নয় যে, সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যাবে। তাই এসব বিবেচনায় স্টেশনারি সামগ্রী গ্রহণ করা বৈধ।
সূত্র : বাস্তব জীবনে হারামের অনুপ্রবেশ,আল্লামা তাকি উসমানি দাঃবাঃ লিখিত । এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/13887
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোন কোম্পানি যদি চায় কোন ডাক্তারের চেম্বারে তারা মাইকিং করে দিবে, পাবলিসিটির জন্যে লিফলেট ছাপিয়ে দিবে, তাহলে সেটাও জায়েয হবেনা। কেননা এদ্বারা ঐ কম্পানির প্রতি ডাক্তারে মন দর্বল
তবে যদি ডাক্তার বলে দেয়, উনাদের ঔষধ প্রয়োজনেই লিখবে। অযথা লিখবে না এবং চাপও দেয়া যাবে না। তাই মাইকিং বা পাবলিসিটির জন্যে তাদের টাকা ব্যবহার জায়েয হলেও ব্যবহার না করাই সতর্কতামূলক পদক্ষেপ