ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কারো কাছে যদি শুধুমাত্র দুই ভরি স্বর্ণ থাকে, কোন রুপা বা নগদ টাকা কিংবা ব্যবসায়িক পণ্য না থাকে। তাহলে তার ওপর যাকাত ফরজ হবে না।
(২) স্বর্ণ বিক্রয় করলে যে টাকা পাওয়া যাবে, সেটাই যাকাতযোগ্য মূল্য ।
(৩) ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী সেপ্টেম্বর মাস পর্যন্ত যেহেতু দুই ভরি স্বর্ণের আর কোনো টাকা অবশিষ্ট ছিল না, তাই আপনার উপর যাকাত ফরয হবে না।
২০২৩ সালে যেদিন আপনার নিকট ৫০ হাজার টাকা এসেছিলো, সেদিন থেকে এক বৎসর পর যদি আপনার নিকট দুইভরি স্বর্ণের সাথে ১৫ হাজার বা তার চেয়ে কম বা বেশী টাকা আপনার নিকট থাকে, তাহলে আপনার উপর যাকাত এবং কুরবানি ওয়াজিব হবে।
এবং ২০২৫ সালে যদি আপনার নিকট শুধু স্বর্ণ থাকে এবং এক টাকাও নগদ অর্থ না থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরয হবে না।
(৪) আপনার নিকট যদি শুধুমাত্র দুই ভরি স্বর্ণ থাকে, কোনো নগদ টাকা পয়সা না থাকে, তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব হবে না।
(৫) যাকাতের টাকা ফিলিস্তিনিদেরকে দেয়া যাবে। অর্থাৎ গাযা এর মানুষের জন্য পাঠানো যাবে। তবে যাদেরকে দিবেন, তাদেরকে বরে দিবেন, যাতে করে এই টাকা শুধুমাত্র গরীবদেরকেই দেয়া হয়। ফিলিস্তিনের ধনীদেরকে যাকাতের টাকা দেয়া যাবে না।