আসসালামু আলাইকুম।
একজন আপু স্বপ্ন দেখেছেন, উনি চিন্তিত এটা ভালো না খারাপ স্বপ্ন??
নিচে দেওয়া হয়েছে।
আমি স্বপ্নে দেখেছি ফিলিস্তিন গিয়েছি, সেখানে তাদের জন্য লড়াই করতে আর সেখানে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আমি চকলেট দিয়েছি, বলেছি, খেয়ে নেন সে লুকিয়ে প্যাকেট টি ছিড়ছিলো, প্যাকেট এর আওয়াজ শুনে ইজরাইলের লোক আমাদের ধরে ফেলে, আর শুট করে প্রথমে আঘাত করে, এতে কিছু হয়নি পরে এক সাথে অনেক গুলো গুলি মেরেছে ঘুমের মধ্যে আমি ফিল করছিলাম সেই ব্যথাটাআর জোরে জোরে চিৎকার করে আল্লাহকে বলছিলাম আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা তুমি আমাকে মাফ করে দিও, আমি জাহান্নাম এ যেতে চাই না আমার উপর দয়া করো আর আমার মৃত্যু ও, তখন হয় নি দেখেছি, আমার ফ্রেন্ড আমাকে বাঁচানোর জন্য এসেছে।
এই স্বপ্ন কি হতে পারে?