বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের সামর্থ রয়েছে, আর্থিক শারিরিক উভয় রকম সামর্থ্য রয়েছে,এবং যিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে,তাহলে এমতাবস্থায় বিয়ে ওয়াজিব। বিবাহের সামর্থ্য রয়েছে,তবে যিনা-ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই এমতাবস্থায় বিয়ে করা সুন্নত। এবং স্ত্রীর হক আদায় না করার আশংকা থাকলে তখন বিয়ে করা মাকরুহ।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/2276
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অবস্থাভেদে বিয়ে করা ফরয,ওয়াজিব,সুন্নত ও হারাম হয়। গোনাহের আশঙ্কা না থাকলে ইসলামে আজীবন অবিবাহিত থাকার চেয়ে বিবাহ করাই উত্তম।
যদি আপনি মনে করেন, বিয়ে করা ফরয, এবং আপনার বয়স ১৯ থাকাে, তাহলে আপনি আপনার সমবয়সের কোনো নারীকে বিয়ে করে নিবেন। ১৮ বৎসর পর্যন্ত নারীর বিয়ের বয়স। যদি চাহিদামতো পাত্রীর সন্ধান না পান , তাহলে ঐ পাত্রীকে বিয়ে করতে পারবেন।