আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
44 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমামাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ, গত প্রশ্নের উত্তরে আপনি কিছু ঘরোয়া রুকইয়াহ ও বিয়ের আমল দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি সবকিছু করার চেষ্টা করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ইচ্ছায় আলহামদুলিল্লাহ এই মাসে একটা ভালো ঘর থেকে সমন্ধ আসে। আমার কখনো বিয়ের কথা আগাতো না। তবে আলহামদুলিল্লাহ এখানে বিয়ের কথা অনেক এগিয়ে গিয়েছে, এখন শুধু পাত্র আমাকে দেখবে তারপর পাত্রের অভিভাবকরা বিয়ে করিয়ে নিয়ে যাবে।

কিন্তু এখন সমস্যা হচ্ছে, বিয়ের সমন্ধটি এনেছে আমার ছোট চাচা। গত প্রশ্নে যার কথা বলেছিলাম তাবিজ দিয়ে কুফুরি করে তারা হল আমার মেজ চাচা সহ তার ফুল ফ্যামিলি । এখন আমার মেজ চাচার ফ্যামিলি চাচ্ছে আমাকে দেখতে আসলে তার বিবাহযোগ্যা মেয়েকে দেখাবে এবং পাত্রকে বশ করে বিয়ে দিবে। আগেও এমন বহুবার করেছিল আমাকে দেখতে আসলে তাদের মেয়েকে দেখাতো। কিন্তু এইবার আমার বিয়ের কথা অনেক এগিয়ে যাওয়ায় তারা পাত্রকে বশ করতে চাচ্ছে। তাদের বড় দুই মেয়েকে সেম ওয়েতে বিয়ে দিয়েছে। আমি শহরে বড় হয়েছি এবং বর্তমানে শহরে থাকি। ঈদে গ্রামে এসেছি, এখন আমার ছোট চাচা চাচ্ছে যেহেতু গ্রামে এসেছি তাই পাত্রকে গ্রামে নিয়ে এসে আমাকে সহ আমাদের বাড়ি দেখাবে। সেই সুযোগে আমার মেজ চাচা পাত্রকে বশ করতে চাচ্ছে, যেহেতু তারা গ্রামে থাকে। পাত্রের নাগাল পাওয়া সহজ হয়ে গেছে। পাত্র আসার কথা এই শুক্রবার। এখন আমার মেজ চাচা পুরো এলাকা করে ফেলছে আমার বিয়ে হবে, আমার নানুবাড়িতে সহ আমাদের বাড়ির আশেপাশে সবাইকে বলে বেড়াচ্ছে আমার বিয়ে হবে এই শুক্রবার। আর অন্যদিকে আমার বিয়ে ভেঙে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমার বড় আপুর সময় সেম কাহিনি করেছিল, আপুকে পাত্র পক্ষ দেখতে আসলে আপুর নামে বলে বেড়িয়েছে আপুর বিয়ে হয়ে গেছে আর অন্যদিকে আপুর শাশুড়ীর কাছে গিয়ে বিয়ের আগে আপুর নামে মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে ভাঙ্গার চেষ্টা করেছে। এতকিছুর পরও আলহামদুলিল্লাহ ওইখানে আপুর বিয়ে হয় যেহেতু সেটা জানা শুনার মধ্যে ছিল।
উস্তাদ, এখন আমি কি করবো? তাদের জন্য আমার বয়স আজকে ২৯ বছর হয়ে গিয়েছে। একদিকে তারা বলে বেড়াচ্ছে আমার বিয়ে হবে অন্যদিকে সমন্ধ ভাঙ্গার চেষ্টা করছে। আমার জীবন পুরো নষ্ট করে দিচ্ছে। আমি এসব আর সহ্য করতে পারতেছি না। এখানে বিয়ে না হলে আমার নামে ছড়ানো মিথ্যা অপবাদের কারণে বিয়ের সমন্ধ নিয়ে কেউ আসতে চাইবে না। আমি অবিবাহিত থাকার পরও আমাকে সবাই বিবাহিত মনে করবে যেমন আমার বড় বোনকে মনে করতো সবাই। আল্লাহ না করুন, যদি এমন কিছু হয় আমার আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। জীবনে কখনো কারো বিন্দু পরিমাণ ক্ষতি চাই নি। সব সময় সবার ভালো চাইতাম। কিন্তু আজ আমার সাথে এমন কাজ হচ্ছে যা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। টেনশন করতে করতে অসুস্থ হয়ে গিয়েছি। জীবনটা অর্থহীন হয়ে গিয়েছে। আমি একজন আইওমএম এর স্টুডেন্ট। সামনে এক্সাম। কিন্তু পড়া শুনায় কোন মন বসাতে পারছি না। আমার আল্লাহ ব্যতীত আমার সাথে আজ আর কেউ নেই। আল্লাহর উপর ভরসা করে এখনো বেঁচে আছি। উস্তাদ, আমি এখন কি করবো? পাত্রকে গ্রামে আসতে নিষেধ করে দিয়েছি। কিন্তু এখনও তারা ঢাকায় গিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আমাকে এখন কোন আমল বা সাজেশন দিন যা আমি করবো ইনশাআল্লাহ এবং আমাকে দোয়ার রাখবেন। লেখাটি অনেক বড় হওয়ায় ক্ষমা করবেন।
by (13 points)
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ্, 

বোন উস্তাযের ঘরোয়া রুকইয়াহ ও বিয়ের আমলের উত্তরের লিংকটা দিতে পারবেন,মিন ফাদ্বলিক?
by (3 points)
ওয়া আলাইকুমুসসালামু ওয়ারহমমাতুল্লাহি ওয়া বারকাতুহ
https://ifatwa.info/115149/?show=115169#a115169
by (13 points)
জাযাকিল্লাহু খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ্, আল্লাহ তা‘য়ালা আপনাকে মানুষ এবং শয়তানের তন্ত্র-মন্ত্র থেকে হেফাযতে রাখুন।
by (3 points)
ওয়া ইয়্যাকি বোন, আমিন

1 Answer

0 votes
ago by (639,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন-
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্ম মৃত্যুর বিয়ে শাদী বন্ধু বান্ধব ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যা লিখিত রয়েছে,তাই হবে। যেহেতু পাত্র পক্ষকে গ্রামে আসতে নিষেধ করেছেন, ভালই করেছেন, শহরেই পাত্রপক্ষকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আর সকাল সন্ধ্যা নিজে নিজে রুকইয়াহ করবেন।ইনশাল্লাহ কেউ ই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 3469


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...