আমাদের মহল্লায় এমন এক অবস্থা চলছে যে কেউ এসে আমাদের পরিবাবের কাউকে অন্যায়ভাবে আঘাত করতে বা মারতে আসার আশঙ্কা আছে। আমার চাচার জমির একটা অংশে অসহায়তার কারণে চাচা এক পরিবারকে থাকতে দিয়েছিল, অনেক বছর পর, সেই লোক চাচার জমি দখল করে ফেলে, দিতে চায়না, বাকিটুকুও দখল করতে চায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ, যার কারণে আমার বাবা, চাচার পক্ষ নেয়, হেল্প করে। এই কারণে ঐ লোক আমাদের পরিবারের উপর ক্ষিপ্ত, প্রায় সময়ই ঝগড়া ঝামেলা হয়। ঐ লোক এখন লেজুড়ভিত্তিক রাজনীতি করে। এখন কথা হচ্ছে সবাই তো মুসলিম, কিন্তু তারা যেকোন সময় আমাদের পরিবারের যে কাউকে আঘাত করতে বা মেরে ফেলতেও আসার আশঙ্কা করছি, আল্লাহ না করুক।
আল্লাহ না করুক, এই মুহূর্তে তারা এমনটি করতে আসলে ইসলামের হুকুম কী? বিস্তারিত দালিলিকভাবে জানতে চাই।
১। সে বা তারা আমার পরিবারের কাউকে আঘাত করতে আসলে আমি কী করবো? বিস্তারিত প্লিজ।
২। মারতে (মেরে ফেলতে যেমন অস্ত্রশস্ত্র অর্থাৎ লাঠি ছুরি নিয়ে) আসলে আমি কী করবো?
৩। আমি কি আটকাতে যাবো না?
৪। প্রতিরক্ষার্থে যদি আমারই তাকে মেরে ফেলতে হয় তাহলে আমি কি জাহান্নামে যাবো?
________ (সেপারেট) ________
৫। আমার পরিবারের যেকাউকে (বাবা,ভাই ইত্যাদি) কেউ আঘাত করতে আসলে আমি কি তাদের বাচাতে যাবো না?
৬। বাচাতে গিয়ে কখন আমিও আঘাত করতে পারবো?
৭। বাচাতে গিয়ে যদি আমার আঘাত করতে হয় আমি কি পাপী হবো?
৮। সেই আঘাতে যদি সে মারা যায় বাই চান্স, আমি কি জাহান্নামে যাবো?
৯। রাস্তায় সেইম ঘটনা ঘটলে কী করবো, কাউকে আরেকজন বা কয়েকজন দুর্বল পেয়ে মেরে ফেলছে, তখন কী করবো, সীমারেখা আছে? অধিকাংশেই সেখানে সবাই মুসলিম হবে।
আগ্রীম জাযাকাল্লাহু খইরন, খুবই জরুরী, সিরিয়ালি এন্সারগুলো দিলে উপকৃত হবো।