আসসালামু আলাইকুম,,
শাইখ একটা জীবনঘনিষ্ঠ বিষয় নিয়ে পরামর্শ পাবার জন্য আপনার শরণাপন্ন হয়েছি,,
গত ৩ মাস আগে অনলাইন এ একটা পাত্রীর বায়োডাটা পাই, তো বায়োডাটা পাবার পর মেয়ের সাথে আমার প্রাথমিক কিছু কথাবার্তা হয়, এর ফলে তার দীনদারিতা, আমল আখলাক আমাকে মুগ্ধ করে বাট তার দুনিয়াবি কনডিশন অনেক জটিল, যেমন, তার মা, তার বাবার দ্বিতীয় স্ত্রী, ও তার মা শহরে বাসা ভাড়ায় থাকে গ্রামে তাদের বাড়ি থাকা সত্ত্বেও, যেহেতু তাদের বাবা নেই তাই তাদের ইকোনমিকাল বিষয়গুলোর জন্য তার মামার উপর অনেকাংশে ডিপেন্ড করা লাগতো, কিন্ত তারা মামা প্রাকটিসিং না হওয়ার কারনে তার উপর নানান শর্ত চাপিয়ে দিতো যেমন, বিয়ে করার ক্ষেত্রে ব্যংকার, দাড়ি ছাটা এরকম প্রস্তাব নিয়ে আসতো তার কাছে, কিন্তু মেয়ে দীনের বিষয়গুলো খুব কঠোরভাবে পালন করার জন্য তার প্রস্তাবগুলো এভয়েড করতো, যার ফলে তার মামার সাথে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, এ কারনে তিনি তার প্রচন্ড আত্মসম্মানের কারনে বর্তমানে একটা ইসলামিক স্কুলে জব করে পার্ট টাইম হিসেবে যা বিবাহ শাদির ক্ষেত্রে অনেকের কাছে জটিল মনে হয়।
এখন আমার ফ্যামিলিকে যখন মেয়ের বিষয় এ বলি তখন তারা প্রাথমিকভাবে রাজি ছিলো না তার পরিবারের কমপ্লেক্সিটির কারনে বাট একটা লম্বা সময় তাদের উপর মেহেনত করার পর তারা রাজি হয় এবং মেয়েকে দেখতে যায়। মেয়েকে দেখার পর আমার ও আমাদের ফ্যমিলির সবারই পছন্দ হয় কিন্তু পুনরায় তার ফ্যামিলি ইসুর কারনে প্রশ্ন তোলে,
এক্ষেত্রে আমি আমার সিদ্ধান্তে অটল থাকার ফলে তারা আবার বিষয়টিতে সম্মতি প্রদান করে। কিন্তু তারা নতুন কিছু শর্ত আরোপ করে বিয়ের ক্ষেত্রে ,
১. তারা চায় বিয়ে টা ৬ মাস পরে হউক,,
২. যেহেতু আমি স্টুডেন্ট তাই তারা চায় জব ম্যানেজ করে বিয়ে করি
উল্লেখ্য পাত্রীপক্ষের কাছে আমার জবলেস কোনো ইসু না, কিন্তু তারা ৬ মাস ডিলে করতে পারবে না। আর আমার পক্ষেও এতদিন ওয়েট করা সম্ভব না কারন শয়তান তখন নান অজুহাতে আমাদেরকে গুনাহের কাজে ইনভলভ করবে।
প্রশ্ন ::; এমতাবস্থায় পরিবারের অনুমতি ছাড়া আমাদের বিয়ে করা উচিত কি না??? এভাবে বিয়ে করলে শরীয়তের দৃষ্টিতে পছন্দনয় হবে কি না??? যেহেতু দুই পরিবারের সম্মতি আছে বাট তারা সময় নিতে চায়,,,
প্রশ্ন :: আমার পরিবার যেহেতু দুনিয়াবি কনডিশন গুলো বিবেচনা করে শুরুতে রাজি ছিলো না কিন্তু আমার কঠোরতার কারনে তারা রাজি হয়েছে, আমার এ কঠোর আচরন করা কি শরীায়র দৃষ্টিতে সঠিক হয়েছে কি না????