আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (17 points)
edited by
আসসালামু আলাইকুম হুজুর।

আমার নিজের উপর হজ ফরজ হয়েছে, আর সাথে মায়ের উপরেও সম্ভবত, তবে এটা নিশ্চিত না, কারণ উনার পায়ে লিগামেন্ট ছেঁড়া আছে একটা দুর্ঘটনার জন্য, সাধারণ হাঁটা চলা করতে পারেন তবে হজ এর বিধি গুলো আদায় করতে পারবেন বলে মনে হচ্ছে না, এ বিষয়ে হুজুর করণীয় কি জানাবেন।
আর আমার স্ত্রীর উপর ফরজ নয়। কিন্তু আবার আগে থেকে ওকে বলা ছিল যে ওকে নিয়ে উমরাহ্‌ করব সপরিবারে।

কিন্তু ফরজ হয়ে যাওয়ার পর এমতাবস্থায় তিনজন একসাথে যাওয়া আর্থিকভাবে বেশি ব্যয়বহুল হয়ে যায়।
এখন আমি যদি এবার একা যাই, তাহলে ওই যে মায়ের উপর ফরজ হয়ে থাকলে হজ আদায় না করতে পারার কি গুনাহ হবে আমার বা উনার উপর?
যদি পরে সপরিবারে উমরায় যাই, তাহলে ওই যে মায়ের উপর ফরজ হজ থাকা সত্ত্বেও উমরা আদায় হবে?
by (17 points)
হুজুর কিছু অংশ সংযোজন করেছি প্রশ্নে। 

1 Answer

0 votes
by (640,500 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ার কারণে যদি সাধারণ হাঁটা চলা করতে পারেন, সওয়ারীর উপর আরোহন করতে পারেন, তাহলে উনার উপর হজ্ব ফরয যদি আর্থিক সামর্থ্য থাকে। 
مأخَذُ الفَتوی
کما فی الھندیۃ: (ومنها سلامة البدن) حتى إن المقعد والزمن والمفلوح، ومقطوع الرجلين لا يجب عليهم حتى لا يجب عليهم الإحجاج إن ملكوا الزاد والراحلة، ولا الإيصاء في المرض، وكذلك الشيخ الذي لا يثبت على الراحلة، وكذلك المريض كذا في فتح القدير، وهذا ظاهر المذهب عن أبي حنيفة - رحمه الله تعالى -، وهو رواية عنهما وظاهر الرواية عنهما أنه يجب عليهم فإن أحجوا أجزأهم ما دام العجز مستمرا بهم فإن زال فعليهم الإعادة بأنفسهم وظاهر ما في التحفة اختياره فإنه اقتصر عليه، وكذا الإسبيجابي وقواه المحقق في فتح القدير كذا في البحر الرائق وألحق بهم المحبوس والخائف من السلطان الذي يمنع الناس من الخروج إلى الحج، وكذا لا يجب الإحجاج عنهم كذا في النهر الفائق.
والأعمى إذا ملك الزاد والراحلة إن لم يجد قائدا لا يلزمه الحج بنفسه في قولهم، وهل يجب الإحجاج بالمال فعند أبي حنيفة - رحمه الله تعالى - لا يجب وعندهما يجب، وإن وجد قائدا عند أبي حنيفة - رحمه الله تعالى - لا يجب الحج بنفسه وعن صاحبيه فيه روايتان كذا في فتاوى قاضي خان.
ولو ملك الزاد والراحلة، وهو صحيح البدن، ولم يحج حتى صار زمنا أو مفلوجا لزمه الإحجاج بالمال بلا خلاف، كذا في المحيط ولو تكلف هؤلاء الحج بأنفسهم سقط عنهم حتى لو صحوا بعد ذلك لا يجب عليهم الأداء هكذا في فتح القدير الخ (کتاب المناسک الباب الأول فی تفسیر الحج ج 1 صـ 218 ط: ماجدیۃ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার মাকে নিয়ে হজ্ব করে আসুন।তারপর স্ত্রীকে নিয়ে উমরাহ করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...