আসসালামু আলাইকুম। আমি আজ একটা স্বপ্ন দেখেছি। মনে নেই সকালে দেখেছি নাকি ভোরএ, তবে কাল ইসতেখারার নিয়তে একটা বিষয়ে নামাজ পড়েছিলাম, রাতে পড়া সম্ভব ছিল না তাই দিনে পড়েছিলাম। ইফতেখারা টা ছিল পড়াশুনা বিষয়ে পরবর্তী তে কি স্টেপ নিব এমন কিছু নিয়ে। তো স্বপ্নে আমি আমার তিন সহপাটি কে দেখি,,, কোনো একটা পরীক্ষা কেন্দ্র বা কোনো একটা বিল্ডিং এ ওরা কোনো মেয়েকে মারার চেষ্টা করবে,, এমন কিছু বা তার ক্ষতি করবে। স্বপ্নে আমি এটা জেনে ফেলেছিলাম,, আর ঐ বিল্ডিং এর কোথও একটা মনে হলো ওয়াসরুম এ লোকিয়ে ছিলাম। এমন ভয় ছিল যে ওরা আমায় দেখলে আমায় ও মেরে ফেলবে বা কিছু। মনে হলো ওটা একটা স্কুল,,, বা কিছু। তো আমি লোকিয়ে ছিলাম আর ওরা তিন জন ও ছিল ওই মেয়েটার সাথে কিছু করার জন্য,আমি জানি না মেয়েটা কে আর দেখি ও নি স্বপ্নে। তার পর হঠাৎ মাইকিং বা কিছু হলো যে ওমুখ শাখার বা বিল্ডিং এর একজন এখনো বের হয় নি,,,, বিষয় টা এমন ছিল যে স্কুল ছুটির পড়ও আমি যাই নি তাই আমায় না পেয়ে এই মাইকিং। ভয় পেয়ে গিয়েছিলাম যে ওরা তিনজন তো এখন খুজবে যে কোন একজন বিল্ডিং এ থেকে গেল। আর তার পর ই দেখি ওই ফ্লোর এর সিড়িতে এসে আামার বাবা মা ডাকাডাকি করছে। খুজছে। ওই গেইট টা আর বাকি শিড়ি এগুলা আমার হোস্টেল এর বাইরের যেখানে কিছু মাস আগে থাকতাম আমি এটা আমি চিনছি স্বপ্নে। তার পর মা বাবা কে দেখে আমি গেইট দিয়ে বের হয়ে আসছি পালিশে ওই তিনজন এর আরালে। আমার মনে নেই হয়তো ওরা ওই মেয়েটা কে মেরে ফেলেছিল তবে এটা আমার মনে নেই ঠিক ভাবে।হয়তো কিছু একটা করেছিল। ইফতেখারার পর এমন স্বপ্ন কি বুঝাতে পারে, আর এটা কি আাসলেই ইসতেখারার সাথে সম্পর্কিত, যেহেতু পড়াশুনার পরবর্তী স্টেপ নিয়ে ইসতেখারা করেছিলাম, আর ওই ঘটনা টা ও একটা স্কুল বিল্ডিং ই লাগলো। হুজুর অনুগ্রহ করে উত্তর জানাবেন।