আসসালামু আলাইকুম উস্তায। এমন ছেলেকে বিয়ে করা উচিত হবে কিনা, যার বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। বড় ভাইও ব্যাংকে চাকরি করে। তবে ছেলে নিজে দ্বীনদার। এবং সে বায়োতে লিখেছে তার নিজের বেতন ১০০℅ হালাল। বায়ো দেখেও ভাল লেগেছে আলহামদুলিল্লাহ। আর ছেলের বাবার নিজস্ব বাড়ি আছে সেখানেই থাকে, হয়তো সেই বাড়িও সুদি টাকা থেকে নির্মিত।
আর আমি বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত। চেষ্টার পরও বিয়ে হচ্ছেনা। দেখতে শুনতে কোন সমস্যা নেই মা শা আল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে কোন প্রস্তাব আসলে অনেক বেশি বাধা কাজ করে। আমি নিজেও বাসায় কেচি দিয়ে কাটা আমার চুল পেয়েছি। মানে রুকাইয়া জনিত সমস্যা আছে সেটা পুরোপুরি শিওর। ২০২৩ সাল থেকে সেল্ফ রুকাইয়াহ করছি। গ্যাপ দিয়ে দিয়ে। সমস্যার উন্নতি হয়। তবে কোন প্রস্তাব আসলেই আবার সমস্যা করে। আমি সরাসরি রুকাইয়া করতে ইচ্ছুক নই, আমার পর্দার খেলাফ হবে তাই। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে। কিছু নসীহত করবেন উস্তায, আর দুয়ার দরখাস্ত রইল আল্লাহ তায়ালা যেন অনেক বেশি সহজতার সাথে, রহমতের সাথে দ্রুত বিয়ের ব্যবস্হা করে দেন।জাযাকাল্লাহ খয়রন