(আমার এক ভাই আমার মাধ্যমে প্রশ্নটি করেছেন)
আমার প্রশ্ন টা হচ্ছে,
আমি ড্রাইভিং লাইসেন্স করেছি দালাল দিয়ে। সে লিখিত এক্সাম এর আগে অনেক গুলো প্রশ্ন আমাকে পড়তে দিয়েছে ঐসব এর ভিতরে থেকে কিছু প্রশ্ন আসছে কমন অন্য গুলো পাশের থেকে দেখা লিখছি।
আমাকে যখন প্রাকটিকাল গাড়ি চালাতে দিয়েছে তখন আমি নিজ অভিজ্ঞতা দিয়ে পাস করেছি তখন দালাল ধরা লাগে নি।
আমার ভাইবা এক্সাম এর সময় যেতে হয়নি, দালাল গিয়ে পাস করিয়ে সাইন নিয়ে আসছে।
আমার ড্রপ টেস্ট দিয়েছিলো (শরীর এ কোনো মাদক যুক্ত আছি কী না ) কিন্তু আমি সেটাও না করিয়ে দালাল কে ৫০০ টাকা বেশি দিয়ে ওটা নকল একটা তুলে দিয়ে দিয়েছে।
এখনো প্রশ্ন হচ্ছে আমি একদম জেনে শুনেও হারাম ভাবে এই কাজ টি করলাম এখন এই লাইসেন্স আমি ব্যবহার করতে পারবো কী? এবং এই লাইসেন্স দ্বারা কোনো জব করলে তা কী হালাল ইনকাম হবে?