১)নাপাক পাপোষে মেহমান বা পরিবারের কেউ পা মুছে বা হাতে নাপাকি লাগবে এটা আমার ধারণা। যদি সত্যিই লেগে থাকে তাহলে?
আর জায়নামাজ কীভাবে পাক করতে হয় সেই নিয়ম জানতে চাই।
আর কার্পেটে তো নাপাকি শুকানোর পর আমরা ভেজা অজুর পানি পায়ে নিয়ে কার্পেটে হেটেছি তারপর নামাজও পড়েছি আমি ভেবেছিলাম কার্পেট শুকিয়ে গেলে আর নাপাক থাকবে না।এটা ভেবেই ভেজা পা নিয়েই হেটেছি এখন কি আমার নামাজগুলো হয়নি।কার্পেটে ভেজা নাপাকি লাগলে বা দাগ থাকলে সেটা পবিত্র করার উপায় কি?ভেজা নাপাকি শুকিয়ে গেলে আবার ভেজা পা লাগলে নাপাক হয়ে যায় সেটা? কার্পেটের ধরণ তো টেবিল ক্লথের মতোই যেগুলো পুরো ঘরে বিছানো থাকে টাইলসের বদলে যেগুলো বিছানো হয়।ফ্লোর রেক্সিন বলে যেগুলোকে ওগুলোতে নাপাক পানিজাতীয় কিছু শুকিয়ে গেলে আবার ভেজা পা লাগলে পা নাপাক হয়ে যাবে সাথে সেই ফ্লোর রেক্সিনও নাপাক হয়ে যাবে?
২)নাপাক পাপোষে ভেজা অজুর পা নিয়ে জায়নামাজে আসলে জায়নামাজ নাপাক হয়ে যাবে?
৩)
আমাদের ঘরে ফ্লোর রেক্সিন বিছানো।যেগুলো প্লাস্টিকের,টেবিল ক্লথ হিসেবেও ইউজ করা হয় আবার বাচ্চাদের প্রস্রাব বিছানায় যাতে না লাগে এজন্য বিছানায়ও এগুলো বিছানো হয়।কারণ এগুলোতে পানি শুষে নিচে গিয়ে লাগেনা,পানি এক জায়গায় থাকে।
এখন আমি এতদিন ভাবতাম ফ্লোরে নাপাকি মানে নাপাক পানি যদি লাগেও তাহলে সেটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলার পর শুকিয়ে যায় আর জায়গাও তখন আর নাপাক থাকেনা,এটা ভেবেই আমি অজু করে এতদিন যাবত ভেজা পা নিয়েই এই ফ্লোরে চলাফেরা করেছি নামাজ পড়েছি।
এখন আমি জানতে পেরেছি যে ফ্লোর রেক্সিনে নাপাক পানি শুকিয়ে গেলেও যদি ভেজা হাত পা এসব কিছু ভেজা কিছু লাগে তাহলে সেটা আবারও নাপাক হয়ে যায়।
এটা আমি আগে জানতাম না।কিন্তু ফ্লর সবসময় পাক রাখা তো সম্ভব না,কোনো না কোনো কারণে ফ্লোরে এক দুই ফোটা হলেও নাপাক পানি থাকবেই,কারণ পরিবারের অন্যরা পরিষ্কার হলেও পাক-নাপাক নিয়ে ধারণা নেই এতটা।
ঘর মুছার স্টান্ড দিয়ে ঘর মুছা হয় আমার সন্দেহ হয় সেই স্টান্ডের সাথে থাকা মুছার কাপড় গুলোতে নাপাকি থাকতে পারে,বা মাঝে মাঝে ব্যাঙও প্রস্রাব করে,সবসময় এটা বুঝা যায় না নরমাল পানি নাকি নাপাক কোনো পানি,আর সবসময় এটা খেয়াল রাখাও তো সম্ভব না।তাই আমি ভেবে নিয়েছিলাম শুকিয়ে গেলেই চলাফেরা করা যাবে ভেজা হাত পা নিয়েও।
এখন আমার করণীয় কি?
ফ্লোর কোনো না কোনো ভাবে একটু হলেও অদৃশ্য পানীয় নাপাকি থাকবেই এটা আমি জানি,এটা অফ করাও আমার দ্বারা সম্ভব না।শুকিয়ে গেলে নাপাকি ছিলো কি না সেটাও তো আমি সবসময় বুঝতে পারবো না।
পানিজাতীয় শুকনো নাপাক হলেও শুকিয়ে গেলে ফ্লোর রেকসিনের উপর ভেজা পা নিয়ে চলাফেরা করতে পারবো?পা কিংবা ফ্লোর নাপাক হবে?
সম্ভব না সবসময় পাপোষ,কার্পেট এগুলো পাক রাখা কিংবা জায়নামাজ পাক রাখা।
৪)অনেক সময় ই প্রস্রাবের ছিটা লাগে সেটা সবসময় ধোয়াও যায়না পরবর্তীতে ধুয়ার সময় কাপড়ে লাগে ওটাকে নাপাক না ধরেই নামাজ পড়ি।এভাবে সবকিছুতে পাক নাপাক মানা তো সম্ভব হয় না।জীবন কঠিন লাগে।
৫)পাপোষ পাক করে ধোয়ার নিয়ম কি?ওগুলো ভারী হয় খুব।কীভাবে ধোয়া যাবে?অনেকেই জুতা নিয়ে চলে আসে তাই সবসময় পাপোষ পাক থাকেনা,আর সেখানে পা মুছে নাপাক পাপোষে ভেজা পা মুছে সারা ঘর হাটা হয়,নামাজ পড়া হয়।এগুলো কীভাবে মেনে চলবো?
৬)জায়নামাজ,পাপোষ,তোষক পাক করে ধোয়ার নিয়ম কি?
সবকিছু তো আর নিংড়ানো যায় না।
৭)এভাবে এগুলো বলছি যে এতে কি গুনাহ হচ্ছে?