আসসালামু আলাইকুম
এই রমজান মাসে রাতের বেলা আমি স্বপ্ন দেখি,
একজন বয়স্ক মহিলা যাকে আমি নানু বলে সম্মোধন করছি আমার কাছে আমার নিজের নানু মনে হচ্ছিলো পরে অবশ্য ঘুম থেকে উঠে বুঝলাম অপরিচিত বয়স্ক মহিলা ছিল,
তিনি আমাকে একটা কালারের বোলে সরবত গোলাতে বলে আমিও তার কথা মতো বোলে পানির সাথে সাদা কালারের ভাত নয়তো চিড়ার মতো ঘোলা কিছু মিশাচ্ছিলাম তারপরে উনি আমাকে একটা কাগজ দিলো কাগজে কি যেন একটা সাদা পাউডার এর মতো ছিল সেটা পানিতে মিশাতে বললো আমাকে কিন্তু আমাকে বার বার বললো পাউডারটা বাম তাদের তালুতে নিয়ে ফু দিয়ে পানিতে দিতে হবে কোনোভাবেই হাতের থেকে কাথ করে বা হাত দিয়ে ছিটানো যাবে না, উনি আমাকে বার বার সাবধান করছিল বাম হাতের তালুতে নিয়ে হাতের কাছে মুখ নিয়ে ফু দিয়ে ওই বোলে দিতে হবে আর ডান হাত দিয়ে গোলাতে থাকতে হবে, আমিও তাই করলাম, শেষে আমি জিজ্ঞেস করলাম শরবতে তো চিনি দিতে হয় চিনি দিবো না? উনি আমাকে তখন পান দিলেন বোলে মিশাতে পান খুলে দেখলাম পানে লাল রঙের কি যেন লাগানো আমি তা সহ পানিতে দিয়ে দিলাম, তারপরেই আমার ঘুম ভেঙে গেসে।
এটা কি দেখলাম বুঝলাম না, সেইদিন আমার মন অনেক খারাপ ছিল তাই আমি আল্লাহর সাথে কথা বলে ঘুমাইসিলাম যেন আজকে একটা ভালো স্বপ্ন দেখায় আমাকে, যেন সেহরির সময় উঠে স্বপ্নের কথা ভেবে অন্তত মনটা একটু ভালো হয়। আমি এতো দিন গুরুত্ব দেই নাই আজকে হঠাৎ মনে হলো তাই জিজ্ঞেস করলাম।