আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম উস্তায
৪৮ কিলোমিটার দূরত্বে  মহিলাদের একা সফর তো জায়েজ নেই। কিন্তু যদি ফেতনার কোন আশঙ্কা না  থাকে , প্লেনে করে  একা বাংলাদেশ থেকে সৌদিআরব যেতে পারবো কি?
আমি একজন তালাকপ্রাপ্তা মহিলা , আমার দ্বিতীয়  বিয়ে যার সাথে ঠিক করা হয়, সে পাত্র  সৌদিতে  থাকে। পাত্র চাচ্ছে আমাকে সৌদিতে নিতে। সেখানে গিয়ে আকদ করানো হবে ইনশাআল্লাহ ।
 দেশে আসলে যৌথ পরিবার ,দেবর ; ভাসুর আছে। যেখানে পর্দা করে চলা খুব কঠিন হবে, পাত্র আমার খালাতো ভাই হয়, যার কারনে জানা আছে , তাদের পরিবারে পর্দার কোনো পরিবেশ নাই। আর পাত্র দেশে চলে আসলে,  আলাদা বাসায় রাখা কখনোই সম্ভব হবে না । পাত্রের মা মানবে না কখনোই, পাত্র ও মানবে না। এছাড়া আরো ও বড় সমস্যা হলো পাত্রের বড়ভাবি এই বিয়েতে রাজি ছিল না। বড়ভাবির দুইটি সন্তান আছে ,যাদের ভরনপোষন , লেখাপড়ার খরচ পাত্র চালায়। এইজন্য পাত্রের ভাবি পাত্রকে বিয়ে দিতে রাজী ছিল না। পাত্রের ছোট ভাই বিবাহিত তার একটি সন্তান হয়েছিল। আকস্মিক ভাবে তার সন্তান টি মারা যায়।  একবছর পর তার স্ত্রী আবার সন্তানসম্ভবা হয়েছিল । সন্তান  পেটে ই যেকোনো ভাবে মারা গেছে। মূলত পাত্রের  বড়ভাবি যাদু করে অভ্যস্ত । এবং সে ছোটভাই এর স্ত্রী কে যাদু করে।
এখন আমার অভিভাবকরা চাচ্ছেন না তাদের পরিবারে আমাকে দিতে। এমনকি পাত্রের বড়ভাবি আমাকে ও চেষ্টা করেছিল যাদু করার জন্য। আমাদের বাসায় এসে আমার সম্পূর্ণ নাম এবং আমার কাপড় ও নিতে চেয়েছিল। আমার অভিভাবকরা আশন্কা করছেন যে, "যদি আমি তাদের পরিবারে যাই , তাহলে বড়ভাবি যাদু করার সর্বোচ্চ চেষ্টা করবে, যেহেতু এই বিয়েতে তার মত ছিলনা, এবং তার সন্তানাদির ভরনপোষন পাত্র চালায় এজন্য "।  আমার আরেকটা সংসার ভেঙেছে , যার কারনে মা বাবা অনেক ভয়ে আছেন , এই সংসার যেন কোনো কারনে না ভাঙে।
আমার বাবা মা চাচ্ছেন আমি যেন পাত্রের কথা অনুযায়ী একা সফর করে সৌদিতে চলে যাই।
এমন পরিস্থিতিতে একা সফর করা কি জায়েজ হবে? পরামর্শ দিলে উপকৃত হবো।

জাযাকুমুল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (641,250 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফিৎনার আশংকা না থাকলে সফরের দূরত্বের চেয়ে কম (অর্থাৎ তিনদিন তিনরাত দূরত্বের জায়গা অথবা ৭৭(এক বর্ণনায় ৮২.৫) কিলোমিটারের চেয়ে কম) দূরত্ব মহিলার জন্য মাহরাম ব্যতীত সফর করা বৈধ রয়েছে। শায়খাইন রাহ তথা ইমাম আবু হানিফা রাহ ও ইমাম আবু ইউসুফ রাহ থেকে বর্ণিত রয়েছে,একদিন একরাত দূরত্বের জায়গা থেকে কম হলে তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা হলে মহিলা মাহরাম ব্যতীত সফর করতে পারবে।অন্যথায় পারবে না। বর্তমান এই ফিতনার যুগে  নিম্নোক্ত মতামত-ই ফাতাওয়া তথা শরয়ী সিদ্ধান্ত নেয়ার যোগ্য।তবে এখানেও ফিতনার আশঙ্কা না থাকা চাই।আল্লাহ-ই ভালো জানেন।(কিতাবুন-নাওয়াযিল;১৫/৪১৭)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/212 

বিশেষ প্রয়োজনে মহিলারা মাহরাম ব্যতিত কাছাকাছি  জায়গা তথা একদিন এক রাতের দূরত্ব সমপরিমাণ জায়গা সফর করতে পারবে । অবশ্যই সম্পূর্ণ পর্দাকে রক্ষা করে যেতে হবে এবং রাস্তা নিরাপদ হতে হবে। তবে এর চেয়ে বেশী মাহরাম ব্যতিত পারবে না। হ্যা, বিশেষ জরুরত হলে, তথা ভিন্ন কোনো রাস্তা না থাকলে এবং সেখানে যাওয়া জরুরী হলে তখন নেককার মহিলাদের এক জামাতের সাথে মাহরাম ব্যতিত সফর করার অনুমোদন থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2127 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার হবু স্বামীকে বলেন, আপনাকে এসে নিয়ে যেতে, অথবা আপনার বাবা ভাইকে সাথে নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক। আমীন। যদি এর কোনোটাই সম্ভব না হয়, তাহলে নেককার মহিলার সাথে যেতে পারবেন। উমরাহগামী কোনো মহিলার সাথে চলে যেতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...