আসসালামু আলাইকুম উস্তায
৪৮ কিলোমিটার দূরত্বে মহিলাদের একা সফর তো জায়েজ নেই। কিন্তু যদি ফেতনার কোন আশঙ্কা না থাকে , প্লেনে করে একা বাংলাদেশ থেকে সৌদিআরব যেতে পারবো কি?
আমি একজন তালাকপ্রাপ্তা মহিলা , আমার দ্বিতীয় বিয়ে যার সাথে ঠিক করা হয়, সে পাত্র সৌদিতে থাকে। পাত্র চাচ্ছে আমাকে সৌদিতে নিতে। সেখানে গিয়ে আকদ করানো হবে ইনশাআল্লাহ ।
দেশে আসলে যৌথ পরিবার ,দেবর ; ভাসুর আছে। যেখানে পর্দা করে চলা খুব কঠিন হবে, পাত্র আমার খালাতো ভাই হয়, যার কারনে জানা আছে , তাদের পরিবারে পর্দার কোনো পরিবেশ নাই। আর পাত্র দেশে চলে আসলে, আলাদা বাসায় রাখা কখনোই সম্ভব হবে না । পাত্রের মা মানবে না কখনোই, পাত্র ও মানবে না। এছাড়া আরো ও বড় সমস্যা হলো পাত্রের বড়ভাবি এই বিয়েতে রাজি ছিল না। বড়ভাবির দুইটি সন্তান আছে ,যাদের ভরনপোষন , লেখাপড়ার খরচ পাত্র চালায়। এইজন্য পাত্রের ভাবি পাত্রকে বিয়ে দিতে রাজী ছিল না। পাত্রের ছোট ভাই বিবাহিত তার একটি সন্তান হয়েছিল। আকস্মিক ভাবে তার সন্তান টি মারা যায়। একবছর পর তার স্ত্রী আবার সন্তানসম্ভবা হয়েছিল । সন্তান পেটে ই যেকোনো ভাবে মারা গেছে। মূলত পাত্রের বড়ভাবি যাদু করে অভ্যস্ত । এবং সে ছোটভাই এর স্ত্রী কে যাদু করে।
এখন আমার অভিভাবকরা চাচ্ছেন না তাদের পরিবারে আমাকে দিতে। এমনকি পাত্রের বড়ভাবি আমাকে ও চেষ্টা করেছিল যাদু করার জন্য। আমাদের বাসায় এসে আমার সম্পূর্ণ নাম এবং আমার কাপড় ও নিতে চেয়েছিল। আমার অভিভাবকরা আশন্কা করছেন যে, "যদি আমি তাদের পরিবারে যাই , তাহলে বড়ভাবি যাদু করার সর্বোচ্চ চেষ্টা করবে, যেহেতু এই বিয়েতে তার মত ছিলনা, এবং তার সন্তানাদির ভরনপোষন পাত্র চালায় এজন্য "। আমার আরেকটা সংসার ভেঙেছে , যার কারনে মা বাবা অনেক ভয়ে আছেন , এই সংসার যেন কোনো কারনে না ভাঙে।
আমার বাবা মা চাচ্ছেন আমি যেন পাত্রের কথা অনুযায়ী একা সফর করে সৌদিতে চলে যাই।
এমন পরিস্থিতিতে একা সফর করা কি জায়েজ হবে? পরামর্শ দিলে উপকৃত হবো।
জাযাকুমুল্লাহু খাইরান