আমরা জানি যে আমাদের সমাজে প্রচলিত যে গায়ে হলুদের অনুষ্ঠান আছে তা বিধর্মীদের একটা অনুষ্ঠান। ইসলামে এমন কোন অনুষ্ঠান পালন করা জায়েজ নয়।
এখন আমার প্রশ্ন হচ্ছে যে, যদি কোন হারাম কর্মকাণ্ড ছাড়া যেমন গান বাজনা,বেপর্দা,নন মাহরামের উপস্থিতি না থাকে তাহলে কি ঘরোয়া ভাবে এরকম কোন অনুষ্ঠান পালন করা জায়েজ হবে? গায়ে হলুদকে উপলক্ষ করে কনে কে হলুদ ছোয়ানো হলে সেটা কি জায়েজ হবে বা গায়ে হলুদ উপলক্ষে আনা কেক যাতে গায়ে হলুদ লিখা থাকে এমন কেক খাওয়া কি জায়েজ হবে?
আমাদের সমাজে প্রচলিত আরও কিছু কুসংস্কার যেমন বিয়ের দিন প্রদীপ জ্বালিয়ে পান সুপারি নিয়ে মানুষের বাড়িতে যাওয়া এবং টাকা উঠানো এ নিয়ে কিছু বলবেন ইন শা আল্লাহ।
আরেকটা প্রশ্ন, বিয়ের দিন বিবাহিত মহিলারা কলসিতে পানি নিয়ে তাতে আমপাতা দিয়ে কনে কে গোসল করায়। আমি যতটুকু জানি এটা হিন্দুদের একটা রীতি।ইসলামে কি কনে কে বিয়ের গোসল করানোর এমন কোনো নিয়ম আছে? নাকি কনে একাই নিজের গোসল করবে? সামনে আমার বোনের বিয়ে তাই প্রশ্নের উত্তর টা জানা আমার খুব প্রয়োজন।
জাযাকাল্লাহু খয়রন।