আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
اسلام عليكم
আমি হানাফি মাজহাব ফলো করছিলাম কিন্তু হানাফি মাজহাবের কিছু বিষয় আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে (যেমন সাদাস্রাবের মাসালা,আমি মাজুর নই কিন্তু তারপরও এগুলোর জন্য এমন সমস্যা ফেস করছি যে আমি ইবাদাতে মনোযোগ দিতে পারছিনা) আমি মাজহাব পরিবর্তন করতে চাচ্ছি শুধু এজন্য নয় যে হানাফি মাজহাবের কিছু বিষয় কষ্টকর হয়ে যাচ্ছে বরং এজন্যও যে আমি যেটা ফলো কর‍তে চাচ্ছি সেটা কুরআন সুন্নাহর আলোকেও বেশি যৌক্তিকও মনে হচ্ছে যদিও সেখানেও কিছু ক্ষেত্রে আমার জন্য কষ্ট হতে পারে কিন্তু ইবাদাতে মনোযোগ ধরে রাখা আল্লহ চাইলে সহজ হবে

আমি যদি এখন থেকে যেকোনো বিধি নিষেধে নিয়ম কানুনের ক্ষেত্রে শেখ আসিম আল হাকিমকে ফলো করি তাহলে কি গুনাহগার হবো?

1 Answer

0 votes
by (641,250 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো মাযহাবকে কুরআন সুন্নাহর অধিকতর নিকটবর্তী ভেবে সেই মাযহাবকে গ্রহণ করার সুযোগ থাকলেও এছাড়া অন্য কোনো কারণে বা নিজের সুবিধার কথা বিবেচনা করে মাযহাব পরিবর্তনের কোনো সুযোগ শরীয়তে নাই। কোনো মাযহাব কুরআন সুন্নাহর অধিকতর নিকটবর্তী? সেটা জানা ও বুঝার জন্য মুজতাহিদ ফিল মাযহাব পর্যায়ের ইলমের প্রয়োজন। জনসাধারণ সেটা বুঝবে না। কাজেই জনসাধারণের জন্য মাযহাব পরিবর্তনের কোনো সুযোগ নাই।


"فإذا کان إنسان جاهل في بلاد الهند وبلاد ماوراء النهر ولیس هناک عالم شافعي ولا مالکي ولا حنبلي ولا کتاب من کتب هذه المذاهب وجب علیه أن یقلد لمذهب أبي حنیفة ویحرم علیه أن یخرج من مذهبه بأنه حینئذ یخلع من عنقه ربقة الإسلام ویبقی سدی مهملاً". (الإنصاف: ۷۰)

ارتحل الی مذہب الشافعی یعزر وفی الشامیہ ای اذا کان ارتحالاً لالغرضٍ محمودٍ شرعاً ...... لوان رجلاً بریٔ مذہبہ با جتھاد وضح لہ کان محمودًا ماجوراً اما انتقال غیرہ من غیر دلیلٍ بل لما یرغب من غرض الدنیا وشھوتھا فھوالمذموم الاثم المستوجب للتادیب والتعزیر لارتکابہ المنکر فی الدین واستخفافہ لدینہ و مذہبہ ...... یطلقون تلک العبارات با لمنع من الانتقال خوفاً من التلاعب بمذاہب المجتھدین نفعنا اللہ تعالٰی بھم واماتنا علی حبھم آمین یدل لذلک مافی القنیہ رامزاً لبعض کتب المذہب لیس للعامی ان یتحول من مذہبٍ الی مذہب ویستوی فیہ الحنفی والشافعی )شامیہ ص ۲۰۹ ، ج ۳(

وقیل لمن انتقل الی مذہب الشافعی لیزوّج لہ اخاف ان یموت مسلوب الایمان لاھانتہ للدین للجیف ۃ القذرۃ ........ وان انتقل الیہ لقلۃ مبالاتہ فی الاعتقاد وال ج رأۃ علی الانتقال من مذہب الی مذہب کما یتفق لہ ویمیل طبعہ الیہ لغرضٍ یحصل فانہ لاتقبل شھادتہ )شامیہ ص ۴۲۵، ج ۵(


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...