اسلام عليكم
আমি হানাফি মাজহাব ফলো করছিলাম কিন্তু হানাফি মাজহাবের কিছু বিষয় আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে (যেমন সাদাস্রাবের মাসালা,আমি মাজুর নই কিন্তু তারপরও এগুলোর জন্য এমন সমস্যা ফেস করছি যে আমি ইবাদাতে মনোযোগ দিতে পারছিনা) আমি মাজহাব পরিবর্তন করতে চাচ্ছি শুধু এজন্য নয় যে হানাফি মাজহাবের কিছু বিষয় কষ্টকর হয়ে যাচ্ছে বরং এজন্যও যে আমি যেটা ফলো কর‍তে চাচ্ছি সেটা কুরআন সুন্নাহর আলোকেও বেশি যৌক্তিকও মনে হচ্ছে যদিও সেখানেও কিছু ক্ষেত্রে আমার জন্য কষ্ট হতে পারে কিন্তু ইবাদাতে মনোযোগ ধরে রাখা আল্লহ চাইলে সহজ হবে
আমি যদি এখন থেকে যেকোনো বিধি নিষেধে নিয়ম কানুনের ক্ষেত্রে শেখ আসিম আল হাকিমকে ফলো করি তাহলে কি গুনাহগার হবো?