আসসালামু আলাইকুম
১. আগুনে পুড়ে হাসপাতালে শয্যাশায়ী হয়ে ৪দিনের দিন মারা গেছে। এই অবস্থায় শেষ ১দিন রমাদানের রোজা রাখতে পারেনি। এবং শেষ ৪দিন ফরজ নামাজ পড়তে পারেনি। এর জন্য কি করতে হবে? ১ ফিতরা সমান কত টাকা?
২. মৃত বাবা মায়ের জন্য কী কী ঈসালে সওয়াব পাঠানো যাবে? দুরূদ, ইস্তিগফার, সকাল-সন্ধ্যার মাসনুন যিকির করে, কুরআন তিলাওয়াত এসব করে কি সেটার সওয়াব পাঠানো যাবে? আর এক্ষেত্রে কীভাবে নিয়্যাত করতে হবে?
৩. ১দিন পর পর নফল নামাজ, নফল রোজা, এসব ইবাদত কি মৃত মা বাবার জন্য ঈসালে সওয়াব পাঠানো যাবে?
৪. মৃত মা বাবার পক্ষ থেকে হজ্ব, উমরা করলে কিরকম নিয়ত করতে হবে?
৫. আগুনে পুড়ে মারা গেলে কি শহিদি মর্যাদা পাবে? এক্ষেত্রে শহিদদের কবরের হালত কেমন হবে? সওয়াল জবাব কি দিতে হবে?
৬. মৃত্যুর পরে কি পরিবারের অন্যান্য মৃত নেককারদের সাথে কবরে দেখা হবে?