আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
আমি রমাদ্বনে একদিন আছরের ফরজ সলাত প্রথম রাকাআত পড়াকালীন আমার স্বামী এসে কলিং বেল দেয়াতে, নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলে দিয়েছিলাম৷ পরবর্তী তে পড়ে নিয়েছি। ছেড়ে দেয়া এটা উচিত হয়নি, কিন্তু রোজা থেকে বাহিরে অপেক্ষা করালে আমার সাথে রাগ করবে জন্য দ্রুত খুলে দিয়েছি দরজা। বাসায় আর কেউ থাকেনা আমরা দুজন ছাড়া ।
আমার কি কাফফারা দিতে হবে?