আমি এবং আমার স্ত্রী... আমার মানে ছেলের পরিবারকে না জানিয়ে শুধুমাত্র মেয়েের পরিবারের উপস্থিতিতে হুজুর দিয়ে মসজিদে বিয়ে করেছি। কারণ প্রায় ৬-৭ মাস হারাম সম্পর্কের মধ্যে থাকার পর আমি খারাপ স্বপ্ন দেখতাম। তাই আল্লাহ হয়তো আমাকে হেদায়েত দিতে চেয়েছেন, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
এর মধ্যে ঝগড়ার সময় আমি দু'বার তালাক বলে ফেলি। গতকালকে আমি তাকে ভয় দেখানোর জন্য বলেছিলাম, "তুমি যদি অমুক কাজ করো, তালাক হয়ে যাবে।" সে রাগের মাথায় ওই কাজটা করে ফেলেছে। আমার ইচ্ছা ছিল না, মন থেকে তালাক দেওয়ার।
এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে তালাক কার্যকর হয়েছে কি? আমাদের মধ্যে এখনও শারীরিক সম্পর্ক হয়নি। আমি এক জায়গায় দেখেছিলাম যে, শারীরিক সম্পর্ক ছাড়া তালাক হয় না। আবার নিয়ত ছাড়া শর্তযুক্ত তালাকও হয় না।
আমি জিনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করেছি, এখন আবার জিনাহতে থাকতে চাই না।
নোট: আমার স্ত্রীর পরশু পিরিয়ড শেষ হয়েছিল। গতকাল এই ঘটনার সময় সে ফরজ গোসল করেনি, এবং আগের দেওয়া দুটি তালাকের একটি তার পিরিয়ড চলাকালীন সময়ে হয়েছিল।
এড: ইফাতওয়ায় আমি আরেক জায়গায় দেখে ছিলাম যে, যদি বিয়ে পর শারীরিক সম্পর্ক না হয়, তাহলে এক তালাকে স্ত্রী বায়েন হয়ে যায় এবং বিয়ে ভেঙে যায়, পুনরায় বিয়ে করতে হয়। সেক্ষেত্রে বাকি তালাকগুলো কার্যকর হয় না, কারণ প্রথম তালাকেই বিয়ে ভেঙে গেছে।
আমি মন থেকে একদমই চাই না যে, আমরা আলাদা হয়ে যাই। কিন্তু আল্লাহর উপর আমার কাছে দুনিয়ার কিছুই নেই। আমাকে সাহায্য করুন।