ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বপ্রথম পরামর্শ দিবো,ভালো কোনো বিশুদ্ধ আকিদার মুদাব্বিরের শরণাপন্ন হওয়ার।মুদাব্বির মানে যিনি কুরআন হাদীস থেকে সেহেরের চিকিৎসা করে থাকেন।যাকে রুকইয়ায়ে শরঈয়্যাহ বলা হয়।
তাছাড়া আপনাকে ঘরোয়া ভাবে কিছু রুকইয়ার পরমার্শ দিচ্ছি,
(১)সকল প্রকার ফরয ওয়াজিব ইবাদত যত্নসহকারে পালন করা।এবং সকল প্রকার হারাম ও নাজায়ে কাজ হতে বেঁচে থাকে।
(২) অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করা।
(৩)দু'আ, জায়েয তাবীয ও যিকিরের মাধ্যমে নিজেকে হেফাজতের চেষ্টা করা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3469
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এজাতীয় স্বপ্নের অনেক প্রকার ব্যখ্যা হতে পারে। অধিকাংশ স্বপ্নব্যখ্যাকারীগণ বলেন, যিনি স্বপ্ন দেখেছেন উনার সামনে কঠিন সময় আসতে পারে। তাই আপনার উচিত, সকল প্রকার ফরয নফল ইবাদত আন্তরিকতার সাথে পালন করবেন। এবং সাধ্যানুযায়ী দান সদকাহ করবেন। আল্লাহ আপনাকে সকৱ প্রকার বিপদাপদ থেকে হেফাজতে রাখুক।আমীন।