আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in সালাত(Prayer) by (34 points)
আসসালামু 'আলাইকুম


২ জন+ মুক্তাদি হলে  ইমামের পিছনে দাড়িয়ে কাতার করা সুন্নত!
https://ifatwa.info/116319/


কিন্তু, রিসেন্ট উপদেষ্টার ইদের নামাজের ঘটনায় ইচ্ছা করে সামনে জায়নামাজ রেডি রাখার জরুরত কতটুকু?  বা এর বিধান কি?
যদি ইমাম কখনও অপারগ হন  কিংবা পবিত্রতা চলে যায়, সেখেত্রে তো পিছন থেকে বরাবর একজন আসলেই হয়, আগে থেকে পাশে নিয়ে কেন ২-৩ জনের কাতার করতে হবে?
এক্ষেত্রে সামনের কাতার পূর্ণ করার বিষয়টি অবহেলিত হচ্ছে না? এটি কি মাকরুহ হবে? শুরু থেকে জায়গা থাকা সত্ত্বেও এরকম করাটা কি উচিত?
ইমাম সামনে, তার সামান্য একটু পিছনে ডানে ১জন, বামে  ১জন। আর তাদের পিছনে অনেকগুলো পূর্ণ কাতার!
এরকম সিনারিও কি সামনের কাতার পূর্ণ করার খেলাপ নয় কি?
নবীজী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে সামনের কাতার পূর্ণ কর, অতঃপর তার পরের কাতার। কোনো অসম্পূর্ণতা থাকলে তা যেন শেষ কাতারে থাকে। -সুনানে আবু দাউদ, হাদীস ৬৭১

শুরু থেকে  "ইচ্ছা করে" (ভিআইপি পার্সনের জন্য) এরকম করাটা কতটুকু শরীয়তের আদর্শের সাথে যায়?
আরেকটা প্রশ্ন: রিসেন্টলি উপদেষ্টার ইদের নামাজে  মেইন ইমামের  ডানপাশে (একটু পিছনে)  যে একজন ইমাম রাখা হয়েছে, এরকম কি রাখা হয়?  প্রয়োজন পড়লে তো পিছন থেকেই সামনে আসতে পারত।  আগে থেকে এরকম রাখাটা কেমন? বাংলাদেশের কোথাও ফরজ নামাজে তো এরকম রাখা হয় না, সেখানে ইদের মাত্র ২ রাকা'আত নামাজ স্মুথলি পড়ার জন্য আগে থেকে ডানপাশে ইমাম রেডি রাখতে হবে!
মানে যদি এমন হয়, যে সুযোগ আছে এরকম, সো এতে দুইদিকেই লাভ হবেনে। উপদেষ্টাও সামনে পড়বেনে, একজন ইমামও ব্যাকআপ রাখলাম।
বয়স্কদের তো সামনের কাতারে রাখতে বলা হয়েছে। এখানে সেটারও খেলাপ হচ্ছে।  আল্লহু 'আলাম। উপদেষ্টা বা ভিআইপি পার্সন না থাকলে ওরকম ব্যাকআপ ইমাম রাখার আয়োজন হত বলে মনে হয় না।  সম্মানের জায়গায় সম্মান, সমস্যা নেই,কিন্তু নামাজের মধ্যে তো সুন্নাহের উপরে থাকা উচিত। তাকওয়া কি হওয়া উচিত!  যে সামনে দাড়াইলো তার টাখনুর নিচে প্যান্ট!  হাতা গুটানো!!  সামনে রাখতে হলে তাকওয়ার পোষাকের কাউকেই বা কেন নয়?!
আপনারা জানেন যে, ই.ফা এর এক আলেম আগে বলছিলো যে "অমুক জান্নাতি মানুষ... ইত্যাদি ইত্যাদি"
আমি ইমাম হয়ে তো সম্মানের দোহাই দিয়ে একজন কম মাখরাজ সম্মন্ন লোককে ইমামের দায়িত্ব দিবো না! সম্মান লিমিটেশন এবং সুন্নাহের মধ্যে থেকেই করা উচিত, তাই নয় কি?

1 Answer

0 votes
by (633,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথম কাতারে জায়গা খালি রেখে দ্বিতীয় কাতারে দাড়ানো বা প্রথম কাতারে ইচ্ছাকৃত জায়গা খালি রাখা মাকরুহে তানযিহি।

ولو وجد فرجة في الأول لا الثاني لہ خرق الثاني لتقصیرہم وقال العلامة ابن عابدین تحتہ یفید أن الکلام فیما إذا شرعوا، وفي القنیة: قام فی آخر صف وبین الصفوف مواضع خالیة، فللدّاخل أن یمر بین یدیہ لیصل الصفوف۔ (الدر المختار مع رد المحتار: ۲/۳۱۲) ۔ وقال العلامة الشامي بقي ما إذا وأي الفرجة بعد ما أحرم ہل یمشی إلیہا لم أرہ صریحاً، وظاہر الإطلاق نعم۔ (رد المحتار: ۲۱۲، ط: زکریا دیوبند)


'' كره كقيامه في صف خلف صف فيه فرجة، قلت : وبالكراهة أيضا صرح الشافعية''۔فقط واللہ اعلم
 (الدر المختار مع رد المحتار:١/٥٧٠)

وقدمنا كراهة القيام في صف خلف صف   فيه فرجة للنهي، وكذا القيام منفردا وإن لم يجد فرجة بل يجذب أحدا من الصف ذكره ابن الكمال، لكن قالوا في زماننا تركه أولى، فلذا قال في البحر: يكره وحده إلا إذا لم يجد فرجة (الدرالمختار ج١،ص:٦٤٧)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...