আসসালামু 'আলাইকুম
২ জন+ মুক্তাদি হলে ইমামের পিছনে দাড়িয়ে কাতার করা সুন্নত!
https://ifatwa.info/116319/
কিন্তু, রিসেন্ট উপদেষ্টার ইদের নামাজের ঘটনায় ইচ্ছা করে সামনে জায়নামাজ রেডি রাখার জরুরত কতটুকু? বা এর বিধান কি?
যদি ইমাম কখনও অপারগ হন কিংবা পবিত্রতা চলে যায়, সেখেত্রে তো পিছন থেকে বরাবর একজন আসলেই হয়, আগে থেকে পাশে নিয়ে কেন ২-৩ জনের কাতার করতে হবে?
এক্ষেত্রে সামনের কাতার পূর্ণ করার বিষয়টি অবহেলিত হচ্ছে না? এটি কি মাকরুহ হবে? শুরু থেকে জায়গা থাকা সত্ত্বেও এরকম করাটা কি উচিত?
ইমাম সামনে, তার সামান্য একটু পিছনে ডানে ১জন, বামে ১জন। আর তাদের পিছনে অনেকগুলো পূর্ণ কাতার!
এরকম সিনারিও কি সামনের কাতার পূর্ণ করার খেলাপ নয় কি?
নবীজী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে সামনের কাতার পূর্ণ কর, অতঃপর তার পরের কাতার। কোনো অসম্পূর্ণতা থাকলে তা যেন শেষ কাতারে থাকে। -সুনানে আবু দাউদ, হাদীস ৬৭১
শুরু থেকে "ইচ্ছা করে" (ভিআইপি পার্সনের জন্য) এরকম করাটা কতটুকু শরীয়তের আদর্শের সাথে যায়?
আরেকটা প্রশ্ন: রিসেন্টলি উপদেষ্টার ইদের নামাজে মেইন ইমামের ডানপাশে (একটু পিছনে) যে একজন ইমাম রাখা হয়েছে, এরকম কি রাখা হয়? প্রয়োজন পড়লে তো পিছন থেকেই সামনে আসতে পারত। আগে থেকে এরকম রাখাটা কেমন? বাংলাদেশের কোথাও ফরজ নামাজে তো এরকম রাখা হয় না, সেখানে ইদের মাত্র ২ রাকা'আত নামাজ স্মুথলি পড়ার জন্য আগে থেকে ডানপাশে ইমাম রেডি রাখতে হবে!
মানে যদি এমন হয়, যে সুযোগ আছে এরকম, সো এতে দুইদিকেই লাভ হবেনে। উপদেষ্টাও সামনে পড়বেনে, একজন ইমামও ব্যাকআপ রাখলাম।
বয়স্কদের তো সামনের কাতারে রাখতে বলা হয়েছে। এখানে সেটারও খেলাপ হচ্ছে। আল্লহু 'আলাম। উপদেষ্টা বা ভিআইপি পার্সন না থাকলে ওরকম ব্যাকআপ ইমাম রাখার আয়োজন হত বলে মনে হয় না। সম্মানের জায়গায় সম্মান, সমস্যা নেই,কিন্তু নামাজের মধ্যে তো সুন্নাহের উপরে থাকা উচিত। তাকওয়া কি হওয়া উচিত! যে সামনে দাড়াইলো তার টাখনুর নিচে প্যান্ট! হাতা গুটানো!! সামনে রাখতে হলে তাকওয়ার পোষাকের কাউকেই বা কেন নয়?!
আপনারা জানেন যে, ই.ফা এর এক আলেম আগে বলছিলো যে "অমুক জান্নাতি মানুষ... ইত্যাদি ইত্যাদি"
আমি ইমাম হয়ে তো সম্মানের দোহাই দিয়ে একজন কম মাখরাজ সম্মন্ন লোককে ইমামের দায়িত্ব দিবো না! সম্মান লিমিটেশন এবং সুন্নাহের মধ্যে থেকেই করা উচিত, তাই নয় কি?