আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
মুফতি ওলি উল্লাহ উস্তাযের নিকট উত্তর প্রত্যাশা করছিলাম ইং শা আল্লহ, গত প্রশ্নে একটু অস্পষ্টতা ছিলো বলে ৷
১) বিয়ে নবায়নের ক্ষেত্রে ছেলে সাক্ষীর বয়স সর্বনিম্ন কতো হতে হবে? (গোপনে করতে হচ্ছে বলে)
২) কনে যে ইজাব কবুল বা সম্মতি প্রদান করে তা আমার নিকট এসে জিজ্ঞেস করার মতো কেউ নেই (সাক্ষী ভাইয়েরা নন মাহরাম),,বিয়েতে সামনাসামনি দেখা করার সুযোগ হবেনা তাই আমি মেসেজ/কলে স্বামীকে সম্মতি প্রদান করতে পারবো? (যেহেতু স্বামী বিয়ে পড়াবেন)
এটার উত্তর দেয়া হয়েছিল এমন:-
❝হ্যাঁ, পারবেনা।
তবে সরাসরি ইজাব করতে পারেন।
স্বামীকে সরাসরি বলবেন যে আপনি আমাকে আপনার সাথে বিবাহ দিয়ে দিন।
এরপর স্বামী ওই দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনাকে বিবাহ করে নিবে।❞
উপরের উত্তরটা ভুল টাইপ হয়েছিল হয়তো, তাই আরেকটু স্পষ্ট জানতে চাচ্ছিলাম ।