আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায,
আমরা ঢাকা শহরে ৭ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকি। ৭ তলার অপর পাশে আমাদের প্রতিবেশীর জন্য আমরা স্বস্তি পাচ্ছি না। আমাদের পরিবার দ্বীন মেনে চলার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ, আর তারা পুরোই বিপরীত। এর প্রভাব আমাদের দ্বীনের উপরও পড়ে মাঝে মাঝে। আমরা ছাদে ফুল ও ফলের গাছ লাগাই শখ করে, ওরা অনেক সময় চুরি করে নিয়ে যায় ফল। বাসায় অনধিকার চর্চা করে, মামার বাড়ির আবদারের মতো যেকোনো কিছু দাবি করে আদায় করে ছাড়ে। আমার বাবা-মা (শশুর-শাশুড়ি) চক্ষুলজ্জার কারণে এড়িয়ে যেতে পারেন না, ঘরেও হাত লাগিয়ে পেয়াজ রসুন সবজি যখন যা ইচ্ছা নিয়া যায়। তরকারি নিয়া যায়, নাস্তা কিনে আনলে দেখলেই এসে নিয়া যায়। পোশাক-আশাকও দাবি করে আদায় করে ছাড়ে। ইবাদাতের সময়েও এসে অহেতুক গল্প করা শুরু করে, তাড়িয়েও দেয়া যায় না। বেপর্দা ছুরতে ঘরে আসে, আমাদের পুরুষদের দৃষ্টি হিফাজতেও সমস্যা হতে পারে। না পারি ওদেরকে এড়িয়ে যেতে আর না পারি সহ্য করতে। বিল্ডিংয়ের সকল পরিবারেরই কমবেশি ওদের ব্যাপারে কমপ্লেইন আছে। আমরা ওদের ক্ষতি চাই না, আমরা শুধু নিজেরা ওদের থেকে বেঁচে থাকতে চাই। দু'আও করতেছি আল্লাহ যেন ওদেরকে ভালো বাসার ব্যবস্থা করে দেয়, এখান থেকে সরাইয়া দেয়।
এরকম খারাপ প্রতিবেশী থেকে বাঁচতে মালিককে আড়ালে বলে যদি বাসা ছাড়াইতে বলি, তাহলে কি আমাদের গোনাহ হবে? ওদের হক নষ্ট করা হবে? নাকি এটা স্বাভাবিক? যদি গোনাহ হয়, তাহলে এদের থেকে দূরে থাকতে আমাদের করণীয় কি? আমরা বাসা বদলাতে চাই না, কারণ বিল্ডিংয়ের সবাই আমাদেরকে ভালোবাসে, আমার বাবাকেও সম্মান করে। এখন আমাদের করণীয় কি উস্তায?