হুজুর আসসালামু আলাইকুম, সাইট এ আজকে প্রশ্ন দেখি নাই কোন আমার জবাব টা তাড়াতাড়ি দিলে চিন্তা ও কমবে মনের মধ্যে যেইটা গুরপাক খাচ্ছে এবং বিষয় টা ভালোভাবে জানতে ও পারবো।
আমি কিছুখন আগে এক বন্দুর সাথে দেখা হয় আমার বাসার নিচে তো কথা হচ্চিল তো ওর সাথে এর পরে ও আমার girlfriend নিয়ে কথা বলতাছিলো মানে আমি যে বিয়ে করছি এইটা ও জানেনা কিছু মানুষ জানে এবং আমার বউ এর সাথে বিয়ের আগের থেকেই সম্পর্ক ছিলো তো আমি ওকে যখন ও এই নিয়ে জিজ্ঞাসা বা কথা বলতাছিল আমি ওকে সাইড এ নিয়ে বলি (সাথে ওর আরেকটা বন্দু ছিলো) আমি তো বিয়ে করছি বা আমি বিয়ে করছি বা করে ফেলছি ইত্যাদি এমন বলছি এবং আমি বলার আগেই আমার বন্দু বুজছে এমন বলবো বা এমন কিছু বলবো আমি সে নিজে থেকেই বলে বিয়ে করছি বা করে ফেলছি এমন বলে তো আমার বন্দু এর পরে বলে ভালো করছোস বিয়ে করে ইত্যাদি বলে তারপরে পরিবার নিয়ে ও কিছু হয়ত বলছে সে কিন্ত আমি বলচি যে পরে বা সময় হলে অনুষ্ঠান ও হবে বা অনুষ্ঠান করে ফেলব/পারিবারিক ভাবে ও হয়ে যাবে ইত্যাদি এমন বলি তো আমার বন্দু পরে বলে যে ওও পরে জানাইয়া দিবি বা দিবে মানে আমি জানাইয়া দিবো বাসায় / পরিবারকে ইত্যাদি এমন কিছু বলে আর বলে ওদের বা ওকে মানে আমার বন্দুকে যেন বলি বা জানাই পারিবারিক বা আনুষ্ঠানিক বা অনুষ্ঠান করে বিয়ে যখন হবে বা করবো ইত্যাদি এমন ও কথা হয় তো এইখানে আমি কি বলছি এইটা হচ্ছে মুল কথা তো আমাকে জিজ্ঞাসা করে আমার বন্দু যে court এ করছি নাকি কাবিন করে করছি আমি পরে এমন বলি যে না কাবিন করে করিনাই যেমন নিয়ম তেমন ভাবে করছি মানে ইসলামে যেই বা যেমন নিয়ম তেমন ভাবে করছি আমার বন্দু হয়ত আরো বলে কাবিন না করে কেমনে বা কাবিন না করে বিয়ে হয় নাকি ইত্যাদি এমন বলছে হয়ত তো যাইহোক আমি আরো বলি বা বলছি যে এইসব court বা কাবিন কত ঠিক মনে হয় বা বলছি কতটুকু ঠিক এইগুলা বা কাবিন বা কাবিন ইসলামে কতটুকু বা কত ঠিক ইত্যাদি এমনি কিছু বলছি আরো অল্প কিছু কথা হয়েছে হয়ত সেইগুলা বলার কিছু নাই মানে আমার বন্দুই বলেছে আমাকে যেমন: এখন পারলে অন্য কারো সাথে যা বা যাইস গা ইত্যাদি এমন বলছে আমার বন্দু আমাকে যেহেতু এখন আমি বিবাহিত সেই হিসাবেই এমন বলছে আমার বউ কে বলে মানে ওকে বুজাইয়া বা ইজ্ঞিত করে আরকি আমি আর কিছু বলিনাই জবাবে কারন আমার ওয়াস ওয়াসার ও সমস্যা আছে তাই তো যাইহোক কাবিন এর সাথে তো বিবাহের কোন কথা মনে হয় না আছে বিবাহের নিয়ম তো হচ্ছে সঠিক ভাবে ইসলামে যেমন নিয়ম তেমন ভাবে করা এবং মোহর বা দেনমোহর পরিশোধ করে দেওয়া তো আমার প্রশ্ন হচ্ছে আসলেই তো কাবিন এর সাথে বিবাহ শুদ্ধ হওয়ার কোন সম্পর্কে নেই কি ঠিক উস্তাদ কারন আমি সাইট এর মধ্যে কিছুখন আগে খুজে দেখি কাবিন নিয়ে কিছু/কিছুটা মাসআলা এবং পড়ি যে কাবিন তো প্রচলিত নিয়ম রাষ্ট্রীয় ভাবে যেইটা নিবন্ধন করা বা করতে হয় তো আমি জানতে চাচ্ছি কাবিন এর সাথে বিবাহ শুদ্ধ হওয়ার কোন আদো সম্পর্কে আছে কিনা⁉️
বিবাহে তো মুলত আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী সাক্ষী,ইজাব কবুল এবং মোহর এবং মোহর যদি বিবাহের সময় উল্লেখ না করে বা না বলা হয় কিন্ত বাকি গুলা ঠিক ভাবে হলে বিবাহ সম্পুর্ন হবে কিন্ত মোহর ঠিকি দিতে হবে বউকে এইটা ও আবশ্যক।আশা করি আমি কম কথায় মুল কথা টা বলতে পারছি।বেশি বলে থাকলে মাফ করবেন।
আরেকটা প্রশ্ন: নামাজ তো আল্লাহ এর হুকুম/আমাদের আল্লাহর থেকে হুকুম/hukum ঠিকভাবে নামাজ পড়া তো এইভাবে বলা হয় বা বলে থাকি কথার কথায় বা এমনে এইটা তো সম্পুর্ন ঠিক বলা তাইনা উস্তাদ ⁉️
জাযাকাল্লাহ খায়ের।