আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in সালাত(Prayer) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

তারাবির সালাতে ২ রাকাত এর শেষ রাকাতে ২ সেজদার জায়গায় এক সেজদা দিয়ে ফেলি এবং তাশাহুদও পড়ে ফেলি। তারপর সাহু সেজদা দেই। কিন্তু যেহেতু সেজদা ফরজ তাই সাহু সেজদায় ৩ টা সেজদা দিয়ে ফেলি।

এখন, সালাত কি আদায় হয়েছে নাকি আবার আদায় করতে হবে?
আর না হলে আমার কি পাপ হয়েছে? বিদআত হয়েছে কি?

জাযাকুমুল্লাহ খইর।

1 Answer

0 votes
by (607,050 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

নামাজের কোনো রাকাতে ভুলে এক সেজদা করলে তার করণীয় হলো- স্মরণ হওয়ার পর দ্বিতীয় সেজদাটি আদায় করা। কারণ নামাজের প্রতি রাকাতে উভয় সেজদাই ফরজ। এর কোনো একটি ছুটে গেলে শুধু সাহু সেজদা করা যথেষ্ট নয়। বরং এক্ষেত্রে নিয়ম হলো স্মরণ হওয়ার পর ছুটে যাওয়া সেজদা আদায় করা, এরপর বাকি নামাজ যথানিয়মে পূর্ণ করা এবং নামাজ শেষে সাহু সেজদা করা।

হাদীস শরীফে এসেছেঃ- 

عن الثورى فى رجل قام فقرأ، ثم ركع، ثم سجد سجدة واحدة ثم قام فقرأ فركع، ثم ذكر وهو ساجدا أنه لم يسجد فى الركعة الأولى إلا سجدة واحدة، قال: لا يعتد بهذا الركعة التى ذكر وهو ساجد، ولكن يرفع رأسه فليسجد التى فاتته، وليسجد سجدتى الركعة التى هو فيها، ثم يسجد سجدتى السهو إذا فرغ من صلوته (المصنف لعبد الرزاق-2/320، رقم-3525)

একজন ব্যক্তি দাঁড়িয়ে তেলাওয়াত করলেন, তারপর রুকু করলেন, তারপর একবার সিজদা করলেন, তারপর দাঁড়িয়ে তেলাওয়াত করলেন এবং রুকু করলেন, তারপর সিজদা করার সময় মনে পড়লো যে, তিনি প্রথম রাকাতে কেবল একবার সিজদা করেছেন। ছাওরি রহঃ বলেন: সিজদা করার সময় যে রাক'আতটি তার মনে পড়েছিল তা গণনা করা হবে না। তবে সে মাথা তুলে যে রাক'আতটি সে ছেড়ে দিয়েছে তার জন্য সিজদা করবে এবং যে রাক'আতে আছে তার দুটি সিজদা করবে, তারপর যখন সে তার নামায শেষ করবে তখন ভুলে যাওয়ার জন্য সিজদায়ে সাহু আদায় করবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেই সেজদাহ আপনি আদায় করেননি,সেটির জন্য যেহেতু স্বতন্ত্রভাবে একটি সেজদা আদায় করেছেন এবং পাশাপাশি সেজদায়ে সাহুর জন্য দুটি সেজদাহ আদায় করেছেন, সুতরাং এক্ষেত্রে আপনার উক্ত নামাজ হয়ে গিয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 129 views
0 votes
1 answer 216 views
...