আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তারাবির সালাতে ২ রাকাত এর শেষ রাকাতে ২ সেজদার জায়গায় এক সেজদা দিয়ে ফেলি এবং তাশাহুদও পড়ে ফেলি। তারপর সাহু সেজদা দেই। কিন্তু যেহেতু সেজদা ফরজ তাই সাহু সেজদায় ৩ টা সেজদা দিয়ে ফেলি।
এখন, সালাত কি আদায় হয়েছে নাকি আবার আদায় করতে হবে?
আর না হলে আমার কি পাপ হয়েছে? বিদআত হয়েছে কি?
জাযাকুমুল্লাহ খইর।