আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১) কোন বেনামাজির হাতের রান্না করা খাবার খাওয়া যাবে কি?
প্রশ্ন (২)যদি কোন ব্যক্তি মসজিদে ভিতরে ইত্তেকাফে বসা অবস্থায় মোবাইলে দেশের খবর দেখার সময় হঠাৎ করে মোবাইলের স্ক্রিনে বেপর্দা নারীকে দেখে তার মনে কামভাব নিয়ে সামান্য কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই মুহূর্তে তার শরনে ছিল যে মসজিদের ভিতরে এটা দেখা অনেক বড় পাপ তারপেরও কিছুক্ষণ তাকিয়ে ছিল , তারপরে আর দেখেনি এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। এখন প্রশ্ন তার স্মরণে ছিল মসজিদে দেখা পাপ তবু দেখেছে এতে কি সেই ব্যক্তি কাফের হবে?
এখানে তো মসজিদ অবমাননা করা হয়েছে যদি কাফের না হয় তার কারণ কি দয়া করে জানাবেন।