১০ বার সুরা ইখলাস পড়ার পর এমন দু'আ করা যাবে যে এই বাড়িটি যেন আমার বাবা মা বা অমুক আত্মীয় কে হাদিয়া হিসেবে দেয়া হয়, এরকম নিয়ত রাখার কারণে তিলাওয়াতকারীর সওয়াবে কোনো ঘাটতি হবে না।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি থেকে বর্ণিত,
"وعن عبد اللہ بن عمرو قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم إذا تصدق بصدقة تطوعاً أن یجعلها عن أبویه فیکون لهما أجرہها ولا ینتقص من أجرہ شیئاً"
رواہ الطبرانی فی الأوسط وفیہ خارجۃ بن مصعب الضبي وہو ضعیف۔
(مجمع الزوائد ، باب الصدقۃ علی المیت ، حدیث نمبر: ۴۷۶۹، ج:۳، ص:۳۳۵،ط:دارالفکر)
ترجمہ:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' বলেন, যখন কোনো বান্দা নিজের পিতামাতার জন্য নফল সদকাহ করবে, তখন তার পিতামাতা এর পূর্ণ সওয়াব পাবে, এবং সদকারীর সওয়াব থেকে কোনো কিছুই কম হবে না।
অন্য এক হাদীসে এসেছে,
“من مر علی المقابر فقرأ فیھا احدی عشرة مرة قل ھو الله احد ثم وھب اجرہ للأموات اعطی من اجر بعددالأموات۔” (الرافعی، عن علی)
যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাতায়তের সময় ১১ বার সূরায়ে ইখলাস পাঠ করে মৃত ব্যক্তিদের নামে সওয়াব বখশিয়ে দিবে, তাহলে কবরস্থানের মুরদা সমপরিমাণ সওয়াব তিলাওয়াতকারীকে দেয়া হবে।( কানযুল উম্মাল-১৫/৫৫ হাদিস নাম্বার-২৫৯৫)