হুজুর আমি হয়তো https://ifatwa.info/116185/ এই প্রশ্নটি বুঝাতে পারি নি।
মূল কথা, অন্যের ছেলেকে আন-ইন্টেনশনালি নিজের ছেলে বলা নিয়ে প্রশ্ন, (আমি ভূল ও শুনে থাকতে পারি)
পাশের রুমের ভাবি উনার ছেলেকে দেওয়া হাদিয়ার টাকা (হাদিয়া আমি দিয়েছিলাম) ফেরত দিয়ে আসলে, আমার বিবি ওই ভাবিকে বলে, "টাকা কেন ফেরত দিচ্ছেন, টাকা রাখেন" এবং উনার ছেলেকে উদ্দেশ্য করে বলে যে,
"আপনার একমাত্র ছেলে/আমার একমাত্র ছেলে ওকে তো হাদিয়া দেওয়ার তেমন কেউ নেই, টাকাটা রাখেন।
এখানে আমার বিবি ওই ভাবিকে "আপনার ছেলে" বললো নাকি "আমার ছেলে বললো" ভালো করে বুঝতে পারি নি। আমার কানে মনে হচ্ছে "আমার" শব্দ টি শুনেছি (আমি ভুল ও শুনতে পারি)। এ বেপারে আমার বিবিকে কিছু জিজ্ঞেস করে নি। আমিও পরে পাশে থেকে ওই ভাবিকে বললাম টাকা টা আমি দিছি, আপনি রাখেন।
ক) আমার বিবি ওই ভাবিকে "আপনার একমাত্র ছেলের জায়গায় "আমার একমাত্র ছেলে" শব্দটি বললেও হয়তো আন ইন্টেনশনালি বলেছে। ইন্টেনশনালি বা আন ইন্টেনশনালি, এখানে আমার শব্দটি ব্যবহার করা কি কোন সমস্যা? বা এখন কি করণীয়?
খ) আমার এই প্রশ্ন করার মাধ্যমে কোনভাবে কি লি'আন হবে?